মহারাষ্ট্রে ‘স্ত্রীর অত্যাচারে অতিষ্ট হয়ে’ দশেরায় শূর্পনখার কুশপুতুল দাহ করলেন স্বামীরা
Web Desk, ABP Ananda | 19 Oct 2018 08:04 PM (IST)
ঔরঙ্গাবাদ: দশেরায় যখন দেশের বিভিন্ন প্রান্তে রাবণ দহন চলছে, তখন অন্যভাবে এই উৎসব পালন করলেন মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের কিছু ব্যক্তি। তাঁদের দাবি, তাঁরা স্ত্রীর অত্যাচারে অতিষ্ট। সেই কারণে তাঁরা রাবণের বোন শূর্পনখার কুশপুতুল পোড়ালেন। ‘পত্নী পীড়িত পুরুষ সংগঠন’-এর প্রতিষ্ঠাতা ভরত ফুলারে জানিয়েছেন, ‘ভারতে সব আইনই পুরুষদের বিরুদ্ধে এবং মেয়েদের পক্ষে। মেয়েরা এই আইনের অপব্যবহার করে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনকে হেনস্থা করছে। পুরুষদের উপর এই অত্যাচারের নিন্দা করছি আমরা। প্রতীকি পদক্ষেপ হিসেবে আমাদের সংগঠন গতকাল সন্ধেয় দশেরা উপলক্ষে শূর্পনখার কুশপুতুল দাহ করেছে।’ ফুলারে আরও বলেছেন, ২০১৫ সালের তথ্য অনুযায়ী, দেশে যত বিবাহিত ব্যক্তি আত্মহত্যা করেছেন, তাঁদের ৭৪ শতাংশই পুরুষ। অথচ পুরুষদের উপর অত্যাচার বন্ধ করার জন্য কোনও আইন নেই। #MeToo আন্দোলন নিয়েও প্রশ্ন তুলেছেন ফুলারের সংগঠনের সদস্যরা।