তিনি একটি লিঙ্ক দিয়েছেন যাতে ক্লিক করলে নরেন্দ্র মোদী অ্যাপে ঢুকতে পারবেন লোকজন। সেই অ্যাপে বলা হয়েছে, ২৪ অক্টোবর প্রধানমন্ত্রী তথ্য ও প্রযুক্তি এবং ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সেক্টরের লোকজনের সমাবেশে ভাষণ দেবেন। সারা দেশ থেকে পেশাদার প্রযুক্তিবিদ, বিশেষজ্ঞরা থাকবেন। নয়া ভারত নির্মাণে দেশের সজীব তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সেক্টর কী ভাবে উদ্যোগ নিতে পারে, স্বেচ্ছায় সাহায্য করতে পারে, তা নিয়ে তাঁরা মোদীর সঙ্গে মতামত বিনিময় করবেন। অ্যাপে বলা হয়েছে, এই বিষয়ে প্রত্যেককে নিজস্ব ভাবনাচিন্তা, দৃষ্টিভঙ্গি শেয়ার করতে আবেদন করা হচ্ছে। এ ব্যাপারে স্বেচ্ছায় যাঁরা তত্পর হয়েছেন বলে জানেন, তাঁদের অনুপ্রেরণাদায়ী কাহিনিও শেয়ার করতে পারেন।