হরিয়ানা:  হরিয়ানা পুলিশ শনিবারই রেওয়ারিতে এক সাংবাদিক বৈঠক করে সিবিএসই টপারের গণধর্ষণকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত তিনজনের ছবি প্রকাশ করে। রাজ্যের ডিজিপি বি.এস.সান্ধু জানান, এই গণধর্ষণে অভিযুক্ত তিনজনের মধ্যে একজন সেনাকর্মী, বর্তমানে রাজস্থানে কর্মরত সে।


অভিযুক্ত তিনজন ১৯ বছরের ওই কিশোরীকে এক বাস স্ট্যান্ড থেকে অপহরণ করে। তারপর মহেন্দরগড় জেলার কোনও এক নির্জন জায়গায় নিয়ে গিয়ে তার ওপর পাশবিক অত্যাচার চালায়। তবে ঘটনার চারদিন পরও এখনও তিন অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

শনিবার হরিয়ানা পুলিশ এই গণধর্ষণকাণ্ডে দুজনকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে। এদিকে বিশেষ তদন্তকারী দলের প্রধান নাজনিন ভাসিন রেওয়ারিতে এক সাংবাদিক বৈঠকে বলেন, ডাক্তারি পরীক্ষার পর এটা নিশ্চিত, ওই কিশোরীর ধর্ষণ হয়েছে।

নির্যাতিতা ওই কিশোরীর বয়ান অনুযায়ী, তিন অভিযুক্ত তাকে একটি বাসস্ট্যান্ডের কাছ থেকে গাড়িতে তোলে। তারপর তাকে কিছু পানীয় খেতে দেয়।কিশোরীর দাবি, সেই পানীয়তে কিছু মেশানো ছিল। এরপর মহেন্দরগড় জেলায় এক নির্জন জায়গায় নিয়ে গিয়ে তাকে গণধর্ষণ করা হয়। এরপর কিশোরীকে কানিনার কাছে একটি বাস স্টপে নামিয়ে দিয়ে পালায় তিনি অভিযুক্ত। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে না পারায় পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছেন কিশোরীর মা।