নয়াদিল্লি: হরিয়ানায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি ঠিকই কিন্তু শোনা যাচ্ছে, মসনদের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে বিজেপি। সরকার গড়তে তাদের দরকার ছিল আরও ৬ বিধায়কের সমর্থন, তা বিনা শর্তেই তা জোগাড় করে ফেলেছে বলে খবর। এই ৬ জনের মধ্যে রয়েছেন হরিয়ানা লোকহিত পার্টির গোপাল কান্ডা। তাঁর সঙ্গে আরও ৫ নির্দল বিধায়কের সমর্থন বিজেপির দিকে রয়েছে বলে তিনি ঘোষণা করেছেন।


বিমান সেবিকা গীতিকা শর্মা আত্মহত্যা মামলায় প্রধান অভিযুক্ত গোপালের দাবি, তাঁর পরিবার প্রথম থেকেই আরএসএসের সঙ্গে যুক্ত। তাঁর রক্তে আরএসএস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ দ্রুত উন্নতি করছে, তিনি নিজেও মোদীর দ্বারা প্রভাবিত। রানিয়া কেন্দ্রের নির্দল বিধায়ক রঞ্জিৎ সিংহেরও বক্তব্য, প্রধানমন্ত্রীর নীতির ওপর ভরসা থাকায় বিজেপিকে সমর্থন করছেন তিনি।

এছাড়া যে নির্দল বিধায়করা বিজেপিকে সরকার গড়তে সমর্থন করতে চলেছেন বলে খবর, তাঁরা হলেন ধর্মপাল গৌন্দর, রঞ্জিৎ চৌতালা, বলরাজ কুন্ডু, সোমবীর সাঙ্গওয়ান ও নয়নপাল রাওয়াত। গোপাল ইতিমধ্যেই এঁদের কয়েকজনকে সঙ্গে নিয়ে দিল্লি গিয়ে দেখা করেছেন বিজেপি কার্যকরী সভাপতি জেপি নাড্ডার সঙ্গে। এরপর নাড্ডা ও হরিয়ানার বিজেপি নেতা অনিল জৈন বৈঠকে বসেন বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে।

হরিয়ানা ও মহারাষ্ট্র- দুই রাজ্যেই সরকার গঠনের জন্য বিজেপি সংসদীয় বোর্ড অমিত শাহকে দায়িত্ব দিয়েছে।