মুম্বই: ৫০-৫০ ফর্মুলার কথা তুলে ছেলে আদিত্য ঠাকরের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা জিইয়ে রাখলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। এমনিতেই মহারাষ্ট্রে ভোটের ফলে কিং মেকার হয়ে উঠে এসেছে বালাসাহেব ঠাকরের দল। বড় শরিক বিজেপির ওপর চাপ বজায় রাখতে পারলে আগামী ৫ বছরের মধ্যে আড়াই বছর আদিত্যর কপালে মুখ্যমন্ত্রীর কুর্সি জুটে যেতেও পারে বলে রাজনৈতিক মহলের ধারণা।


আদিত্য নিজে অবশ্য এ নিয়ে এখনই কথা বলতে চাননি। তিনিই ঠাকরে পরিবারের প্রথম সদস্য যিনি ভোটে লড়েছেন। ওরলি আসন জিতে নিয়ে উদ্ধবের বড় ছেলে বলেছেন, তিনি ভীষণ খুশি যে মানুষ তাঁকে এত বেশি ভোটে জিতিয়েছেন। তবে সম্ভাব্য মুখ্যমন্ত্রিত্বের কথা জিজ্ঞেস করলে তিনি বলেছেন, পরে কথা হবে এ নিয়ে। ভোটের আগে থেকেই সেনা নেতৃত্ব একাধিকবার মুখ্যমন্ত্রিত্ব প্রসঙ্গ তুলেছে, খোদ উদ্ধব একবার বলেছেন, মুখ্যমন্ত্রীর আসনে কোনও শিবসৈনিকই বসবেন। যদিও বিজেপি বারবার বলে এসেছে, ভোট লড়া হচ্ছে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশের নেতৃত্বে। আবার আদিত্যর উপ মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

২৮৮ বিধানসভার মহারাষ্ট্র বিধানসভায় বিজেপি পেয়েছে ১০৫টি আসন, শরিক শিবসেনা ৫৬টি। রাজ্যে সরকার গঠনে জরুরি ১৪৫টি আসন, অর্থাৎ বিজেপির কাছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নেই, সরকার গড়তে সেনার হাত ধরা তাদের পক্ষে জরুরি। এই অবস্থায় তাঁর বাড়িতে এসে অমিত শাহের ৫০-৫০ ফর্মুলার প্রতিশ্রুতির কথা তুলে সেনা বুঝিয়ে দিয়েছে, ক্ষমতার চাবিকাঠি হাতে থাকার পূর্ণ সদ্ব্যবহার করবে তারা।