নয়াদিল্লি: এবারের বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে সমর্থনের কথা ঘোষণা করল হরিয়ানা পুলিশ অ্যাসোসিয়েশন। আজ হরিয়ানা পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি সতপাল শর্মার নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিংহ হুডার সঙ্গে দেখা করে। এরপর সরকারিভাবে বিবৃতি দিয়ে সতপাল জানান, ‘হুডা আমাদের আশ্বাস দিয়েছেন, তাঁর দল ক্ষমতায় এলে আমাদের বেতন বাড়িয়ে পঞ্জাব পুলিশের সমান করে দেবেন। এর বদলে আমরা তাঁকে জানিয়েছি, বিধানসভা নির্বাচনে পুলিশ অ্যাসোসিয়েশন কংগ্রেসকে ভোট দেবে।’
সংবাদসংস্থা এএনআই-কে সতপাল জানিয়েছেন, ‘হরিয়ানার ৬৩ হাজার পুলিশকর্মী, তাঁদের পরিবারের লোকজন ও আত্মীয়রা কংগ্রেসকে ভোট দেবেন। রাজ্যের পুলিশকর্মীরা হতাশ। আমাদের প্রধান দাবি, পঞ্জাবের পুলিশকর্মীদের সমান বেতন দিতে হবে। ২০১৪ সালের নভেম্বরে সেই চেষ্টা করেন হুডা। কিন্তু বর্তমান সরকার এ বিষয়ে কিছুই করেনি।’
বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে সমর্থনের কথা ঘোষণা হরিয়ানা পুলিশ অ্যাসোসিয়েশনের
Web Desk, ABP Ananda
Updated at:
19 Oct 2019 07:08 PM (IST)
আজ হরিয়ানা পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি সতপাল শর্মার নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিংহ হুডার সঙ্গে দেখা করে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -