নয়াদিল্লিঃ বিজেপি নেতাদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্যের অভিযোগে এফআইআর দায়ের করা নিয়ে জোর চর্চা চলছে। কপিল মিশ্র, অনুরাগ ঠাকুরের মতো বিজেপি নেতারা সম্প্রতি প্ররোচনামূলক কথাবার্তা বলেছেন এবং তা দিল্লিতে অশান্তি, হিংসা ছড়ানোর জন্য দায়ী বলে অভিযোগ উঠেছে। এবার একই অভিযোগে এফআইআর রুজু করার দাবি উঠল সনিয়া গাঁধী, রাহুল গাঁধী, প্রিয়ঙ্কা গাঁধীর বিরুদ্ধেও। কংগ্রেসের এই শীর্ষ নেতা-নেত্রীদের বিরুদ্ধেও উসকানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগ জমা পড়ল।
এফআইআর দায়ের করার আবেদন মেনে তাঁদের বিরুদ্ধে এই পদক্ষেপ করা হবে কিনা, সে ব্যাপারে কেন্দ্র ও দিল্লি সরকারের বক্তব্য জানতে চেয়ে আজ নোটিস দিল দিল্লি হাইকোর্ট। পিটিশনে গাঁধীরা ছাড়াও দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া, আপ বিধায়ক আমানাতুল্লাহ খান, এআইএমআইএমের দুই নেতা ওয়ারিশ পাঠান ও আকবরউদ্দিন ওয়েইসির বিরুদ্ধেও ভাষণে প্ররোচনা ছড়ানোর অভিযোগে এফআইআর দায়ের করার অনুমতি দাবি করা হয়েছে।
প্রধান বিচারপতি ডি এন পটেল ও বিচারপতি সি হরিশঙ্করকে নিয়ে গঠিত দিল্লি হাইকোর্টের বেঞ্চ আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, দিল্লি সরকার ও দিল্লি পুলিশের অভিমত জানতে চেয়ে নোটিস জারি করেছে।
আবেদনকারী পিটিশনে এফআইআর দায়ের করার পাশাপাশি ঘৃণা-বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ খতিয়ে দেখতে বিশেষ তদন্ত টিম (সিট) গঠনের দাবিও করেছেন।