নয়াদিল্লি: করোনা ভাইরাসের জেরে সারা বিশ্বের মানুষ ত্রস্ত। থমকে গিয়েছে যাবতীয় কাজকর্ম, খেলা। রোজই বাড়ছে মৃত্যু। তবে এরই মধ্যে ভাল খবরও পাওয়া যাচ্ছে। অনেকেই করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠছেন। তাঁদেরই অন্যতম মধ্য দিল্লির নবাবগঞ্জের বাসিন্দা মুখতার আহমেদ। তাঁর বয়স ১০৬ বছর। তিনিই ভারতের বয়স্কতম ব্যক্তি হিসেবে করোনা-মুক্ত হলেন।


শুরুতে জানা গিয়েছিল, করোনা আক্রান্ত হয়ে মৃতদের বেশিরভাগই বয়স্ক ব্যক্তি। তবে পরবর্তীকালে অনেক বয়স্ক ব্যক্তিই সুস্থ হয়ে উঠছেন। ১০০ বছরের বেশি বয়সি একাধিক ব্যক্তি করোনাকে হারিয়ে দিতে পেরেছেন। তাঁদেরই একজন মুখতার। এক মহিলা আবার ১৯১৮ সালে স্প্যানিশ ফ্লু দেখেছিলেন, এবার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরেও সুস্থ হয়ে উঠলেন।

করোনা আক্রান্ত হওয়ার পর ১৪ এপ্রিল রাজীব গাঁধী সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন মুখতার। ১ মে তাঁকে ছেড়ে দেওয়া হয়। তাঁর ছেলেও করোনা আক্রান্ত হন। তাঁর থেকেই মুখতারের শরীরে সংক্রমণ ছড়ায়। এই বৃদ্ধর ছেলে এখনও চিকিৎসাধীন।

মুখতারকে সুস্থ করে তুলতে পেরে চিকিৎসকরা গর্বিত। ওই হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর ড. বি এল শেরওয়াল জানিয়েছেন, ‘যখনই কোনও রোগী সুস্থ হয়ে ওঠেন, সেটা আমাদের কাছে গর্বের বিষয়। তবে এই ব্যক্তির বয়সের কারণে তাঁর সুস্থ হয়ে ওঠা আমাদের কাছে অনুপ্রেরণা। যে চিকিৎসকরা তাঁকে দেখছিলেন, তাঁরা বুঝতে পারেন, এই বৃদ্ধের সুস্থ হয়ে ওঠার ইচ্ছা ছিল প্রবল। করোনার বিরুদ্ধে লড়াইয়ে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি বুঝিয়ে দিলেন, ১০০ বছরের বেশি যাঁদের বয়স, তাঁরাও করোনার বিরুদ্ধে লড়াই করতে পারেন। তবে তিনি সুস্থ হয়ে উঠলেও, আপাতত পরিবারের লোকজনের থেকে দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।’