তিরুঅনন্তপুরম: এবার বিক্ষোভের মুখে কেরলের রাজ্যপাল। তাও আবার বিধানসভার মধ্যে। যা ঘিরে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হল বুধবার।
এদিন সকালে বাজেট অধিবেশনের জন্য মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কেরল বিধানসভায় পৌঁছন রাজ্যপাল আরিফ মহম্মদ খান। তিনি যখন বিধানসভায় প্রবেশ করছিলেন, সেই সময় তাঁর পথ আটকে দেন কংগ্রেস-নেতৃত্বাধীন বিরোধী ইউডিএফ বিধায়করা। রাজ্যপালকে ঘিরে ধরে ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন বিধায়করা।
সিএএ ও এনআরসির বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিরোধী বিধায়করা। বিরোধী বিধায়কদের বোঝানোর চেষ্টা করেন মুখ্যমন্ত্রী। কিন্তু, কোনও লাভ হয়নি। সিএএ-কে সমর্থন করার জন্য বিরোধীরা রাজ্যপালের বিরুদ্ধে স্লোগান তুলতেই থাকেন।

হাতে প্ল্যাকার্ড নিয়ে বিধায়করা রাজ্যপালের পথ আটকে দাঁড়ান। তাঁকে পোডিয়ামে উঠতে দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে বিধানসভার মার্শাললা হস্তক্ষেপ করেন। তাঁরা রাজ্যপালকে এস্কর্ট করে তাঁর চেয়ার পর্যন্ত পৌঁছে দেন। কিন্তু, তাতেও দমে যাননি বিক্ষোভরত বিধায়করা। ক্রমাগত আরিফ মহম্মদ খানের ইস্তফা দাবি করতে থাকেন ইউডিএফের বিধায়করা।
প্রায় ১০ মিনিট পর, মার্শালরা বিক্ষোভরত বিধায়কদের বলপূর্বক সরিয়ে দেন এবং পোডিয়াম পর্যন্ত রাজ্যপালের পথ প্রসস্ত করেন। রাজ্যপাল তাঁর বক্তৃতা শুরু করতেই বিধানসভা থেকে ওয়াকআউট করে বিরোধী বিদায়করা। কক্ষের বাইরে বেরিয়ে তাঁরা বিধানসভার গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।