বারাণসী: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে ১২ তারিখ মেয়ের বিয়েতে নিমন্ত্রণ জানিয়েছিলেন তাঁর দত্তক নেওয়া গ্রাম ডোমরির রিকশাচালক মঙ্গল কেবত। বারাণসী গিয়ে তাঁর সঙ্গে দেখা করলেন মোদি। তিনি মঙ্গল ও তাঁর পরিবারের লোকজনের কুশল জিজ্ঞাসা করেন। স্বচ্ছ ভারত অভিযানে মঙ্গলের অবদানেরও প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।
সংবাদসংস্থা এএনআই-কে মঙ্গল জানিয়েছেন, ‘আমার মেয়ের প্রথম নিমন্ত্রণপত্রটি দিই প্রধানমন্ত্রীকে। আমি নিজে প্রধানমন্ত্রীর দফতরে গিয়ে তাঁর হাতে কার্ডটি তুলে দিই। ৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী আমাদের চিঠি দিয়ে অভিনন্দন জানান। তাঁর চিঠি পেয়ে আমরা উৎসাহিত হয়ে উঠি। বিয়েতে আসতে না পারলেও, বারাণসীতে আমার সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী।’
মেয়ের বিয়েতে নিমন্ত্রণ জানিয়েছিলেন বারাণসীর রিকশাচালক, দেখা করলেন মোদি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Feb 2020 02:12 PM (IST)
স্বচ্ছ ভারত অভিযানে মঙ্গলের অবদানেরও প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।
ছবি সৌজন্যে এএনআই
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -