কলকাতা:পেঁয়াজের খাদ্যগুণ ও উপকারিতা সম্পর্কে তো সবাই জানেন। খাবার ছাড়াও ঘর সাফসুতরো রাখার ক্ষেত্রে পেঁয়াজ ব্যবহার করা যায়। অপরিচ্ছন্ন ঘর তো কারুরই ভালো লাগে না। যতই পরিষ্কার করা হোক না কেন, অনেক সময়ই ঘরের কোণে, দেওয়ালে, বাথরুমের মেঝের ধারে নোংরা জমাট বেঁধে থাকতে দেখা যায়। এটা কোনও একটি ঘরের নয়, প্রত্যেককেই এ ধরনের সমস্যার মুখে পড়তে হয়। এর একটা সমাধান হতে পারে রান্নাঘরের পেঁয়াজ।
একটা পেঁয়াজ নিয়ে রস বের করুন। তারপর জেনে নিন, কিভাবে নোংরা দূর করতে তা সহায়ক হয়।
জং ধরলে
ঘরের কোণে কোথাও জং নজরে এলে পেঁয়াজের রস লেবুর রসের মিশ্রণে আধ চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। এরপর যেখানে জং ধরেছে, সেখানে ওই মিশ্রণ ভালো করে ঘষতে হবে। আর তা করলে জমাট বাঁধা নোংরা উঠে যাবে।
কীটানুনাশক
পোকামাকড় মারতে অনেক সময়ই বিভিন্ন ওষুধের ব্যবহার করা হয়। কিন্তু সব সময় কাজের কাজ কিছু হয় না। কীটানুনাশক ওষুধ স্প্রে করার পর পেঁয়াজের রস ছিটিয়ে দিয়ে দেখতে পারেন। এরপর দেখবেন, পেঁয়াজের উগ্র গন্ধে পোকামাকড় মারা যাবে।
পিঁপড়ে
অনেক সময় বাড়িতে কোথাও সামান্য মিষ্টি পড়ে গেলে পিঁপড়ে জমা হয়ে যায়। এই সমস্যা দূর করতে যেখানে কিছু মিষ্টি পড়বে, সেখানে সঙ্গে সঙ্গে সামান্য পেঁয়াজের রস ফেলে দিন। দেখবেন, পিঁপড়ে ধারপাশ মাড়াবে না।
দেওয়ালে দাগ
ঘরের দেওয়ালে অনেক সময় শিশুরা দাগ ধরিয়ে দেয়। অন্য অনেকভাবেও তা হতে পারে । এ ধরনের দাগ তুলে ফেলতে পেঁয়াজের রস স্প্রে করলে ফল মিলতে পারে।
ঘর সাফসুতরো রাখার ঘরোয়া উপায়,এক টুকরো পেঁয়াজেই মিলতে পারে ফল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Sep 2020 09:15 PM (IST)
পেঁয়াজের খাদ্যগুণ ও উপকারিতা সম্পর্কে তো সবাই জানেন। খাবার ছাড়াও ঘর সাফসুতরো রাখার ক্ষেত্রে পেঁয়াজ ব্যবহার করা যায়।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -