কেরলে ‘বাবার মদতে’ ২ বছর ধরে কিশোরীকে যৌন নির্যাতন ৩০ জনের, গ্রেফতার ৩ অভিযুক্ত
Web Desk, ABP Ananda | 24 Sep 2019 12:05 PM (IST)
পুলিশ সূত্রে খবর, মেয়েটি দু’বছর ধরে যৌন নির্যাতনের শিকার হলেও, এতদিন সে কথা কাউকে জানায়নি।
মলপ্পুরম: ১২ বছরের একটি মেয়েকে তারই বাবার সাহায্যে দু’বছর ধরে যৌন নির্যাতনের অভিযোগ উঠল ৩০ জনের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা কেরলের মলপ্পুরম জেলার। মেয়েটির বাবা সহ তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইন ও ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মেয়েটি দু’বছর ধরে যৌন নির্যাতনের শিকার হলেও, এতদিন সে কথা কাউকে জানায়নি। সম্প্রতি স্কুলে কাউন্সেলিংয়ের সময় সে এই ঘটনার কথা জানায়। এরপরেই তদন্ত শুরু করে পুলিশ। মেয়েটিকে একটি হোমে পাঠানো হয়েছে।