প্রধানমন্ত্রীর জন আভার র্যালিতে খরচ হয়েছে ২.৩১ কোটি টাকা, জানালেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী
Web Desk, ABP Ananda | 07 Feb 2019 05:11 PM (IST)
ফাইল ছবি
সিমলা: গত ডিসেম্বরে ধর্মশালায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন আভার র্যালির জন্য খরচ হয়েছে ২.৩১ কোটি টাকা। হিমাচল প্রদেশ বিধানসভায় বাজেট অধিবেশনের চতুর্থ দিন কিন্নৌরের কংগ্রেস বিধায়ক জগৎ সিংহ নেগির প্রশ্নের লিখিত জবাবে মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর জানিয়েছেন, ওই সমাবেশের জন্য মোট খরচ হয়েছিল ২ কোটি ৩১ লক্ষ ৪১ হাজার ১৮৭ টাকা। হিমাচলে নয়া সরকারের এক বছর পূর্তি উপলক্ষে জন আভার র্যালি আয়োজন করা হয়েছিল। তার জন্যই বিপুল অর্থ খরচ করা হয়। ৪৪১টি সরকারি এবং ৬৩টি বেসরকারি বাস আনা হয় ওই সমাবেশের জন্য। তবে কোনও বেসরকারি স্কুলের বাস ভাড়া করা হয়নি বলে জানিয়েছেন জয়রাম।