ঠানে:ছোট্ট মেয়েটা দুষ্টুমি করছিল। নবি মুম্বইয়ের কালাম্বলি এলাকায় নিজের বাড়িতে খেলায় মেতেছিল পাঁচ বছরের মেয়েটি। আর পাঁচটা শিশুর মতো যাদের কাছেই সবচেয়ে বেশি আবদার খাটে, সেই তারাই শেষপর্যন্ত নৃশংস আচরণ করলেন মেয়েটির সঙ্গে। ছোট্ট মেয়েটি মা-কাকিমার কথা না শুনে আপন খেয়ালে দস্যিপনা করছিল। এতেই আচমকা অগ্নিশর্মা হয়ে মেয়েটিকে ধরে মা-কাকিমা জ্বলন্ত মোমবাতির ছ্যাঁকা দেন বলে অভিযোগ। এই ঘটনায় মেয়েটি বেশ জখম হয়েছে বলে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন।
মেয়েটির বাবা পেশায় সব্জি বিক্রেতা। রাতে বাড়িতে ফিরে মেয়েকে কাঁদতে দেখেন তিনি। লক্ষ্য করেন, মেয়ের দেহে পোড়া দাগ। কীভাবে পুড়ল, তা জানতে চাইলে মেয়েটি মা-কাকিমাকে দেখিয়ে দেয়।
এরপর আর দেরি করেননি মেয়েটির বাবা। তিনি কালাম্বলি থানায় স্ত্রী ও ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই দুই মহিলাকে গ্রেফতার করেছে। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলাও রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।
দুষ্টুমি করায় পাঁচ বছরের মেয়েকে জ্বলন্ত মোমবাতির ছ্যাঁকা, গ্রেফতার মা-কাকিমা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Feb 2019 04:03 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -