ট্য়ুইট করে হৃতিক জানিয়েছেন, ‘এরকম সময়ে আমাদের শহর ও সমাজের দেখভাল যাঁরা করেছন, তাঁদের সুরক্ষা নিশ্চিত করার জন্য যতটা সম্ভব চেষ্টা করতে হবে। বিএমসি-র কর্মী এবং অন্যান্য সংস্থার কর্মীদের জন্য আমি এন ৯৫ ও এফএফপি ৩ মাস্ক কিনেছি। সংক্রমণ রোখার কাজে মহারাষ্ট্র সরকারের পাশে থাকার সুযোগ দেওয়ার জন্য আমি উদ্ধব ঠাকরের প্রতি কৃতজ্ঞ। যতটা পারি সরকারকে সাহায্য করা আমাদের কর্তব্য।’
মহারাষ্ট্রে করোনা আক্রান্ত ১২৮ জন। সারা দেশের মধ্যে মহারাষ্ট্রেই আক্রান্ত সবচেয়ে বেশি। গোটা দেশে আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ৭১৯। মৃত্যু হয়েছে ১৬ জনের। স্বভাবতই উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে বলিউড তারকারাও সবাইকে লকডাউন মেনে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন।
হৃতিকও ট্যুইট করে একই বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, ‘বন্ধুরা, আমরা এখন জীবনের একটি কঠিন পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছি। করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। আমরা এখন এই রোগ থেকে মুখ ফিরিয়ে থাকতে পারব না। বাস্তব পরিস্থিতি মেনে নিতেই হবে। আমাদের এই রোগের মোকাবিলা করতে হবে। সংক্রমণ ছড়িয়ে পড়া রোখার জন্য আমরা কিছু পদক্ষেপ নিতে পারি। প্রথম পদক্ষেপ হল হাত ও সারা শরীর পরিষ্কার রাখা। প্রতি ঘণ্টায় সাবান দিয়ে ভাল করে হাত ধুতে হবে। এটা সংক্রমণ রোখার সহজ উপায়। তাই দয়া করে এটা করুন।’