চণ্ডীগড়: অমৃতসরের ভয়াবহ দুর্ঘটনার পুনরাবৃত্তি এড়াতে রেল লাইনের ধারে উঁচু বেড়া ও সিসিটিভি লাগানোর প্রস্তাব দিলেন পঞ্জাবের মন্ত্রী নভজ্যোত সিংহ সিধু। তিনি এ বিষয়ে রেলমন্ত্রী পীযূষ গয়ালকে চিঠি দিয়েছেন। এ বিষয়ে রাজ্য সরকারের কোনওরকম সাহায্য দরকার হলে মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন সিধু।

রেলমন্ত্রীকে লেখা চিঠিতে সিধু বলেছেন, ‘শহরাঞ্চল এবং জনবহুল অঞ্চলগুলিতে জরুরি ভিত্তিতে রেল লাইন বরাবর উঁচু বেড়ার ব্যবস্থা করা দরকার। কেউ যাতে রেল লাইনে ঢুকে না পড়ে এবং দুর্ঘটনা এড়ানো যায়, তার জন্যই এটা দরকার। এছাড়া জনবহুল অঞ্চলগুলিতে রেল লাইনে সিসিটিভি এবং আরপিএফ ও জিআরপি-র টহলদারি দরকার। রেল লাইনের উপর নজর রাখার জন্য নিয়মিত খোলা গাড়িতে নজরদারি চালানো উচিত।’

মুম্বই-পুণে হাইওয়ের ধারে বেড়ার উদাহরণ দিয়ে রেল লাইনেও একইরকম ব্যবস্থা করার আর্জি জানিয়েছেন সিধু। তিনি রেল দুর্ঘটনা এড়ানোর জন্য প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং নজরদারিরও পরামর্শ দিয়েছেন। এছাড়া রক্ষীবিহীন লেভেল ক্রসিংয়ের বিষয়েও রেলমন্ত্রীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন সিধু।