ভোপাল: স্বামী দাড়ি কাটেন না, দিনের পর দিন স্নান না করেই থাকেন। এই অভিযোগ তুলে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করলেন মধ্যপ্রদেশের ২৩ বছরের এক মহিলা। ভোপালের পারিবারিক আদালত দম্পতিকে ছয়মাস পৃথক থাকার নির্দেশ দিয়েছে। এরপর বিবাহবিচ্ছেদের নির্দেশ জারি হবে বলে জানিয়েছেন এক কাউন্সেলর।
এক বছর আগে ওই দম্পতির বিয়ে হয়েছে। কাউন্সেলর জানিয়েছেন, পারস্পরিক সম্মতির ভিত্তিতে ওই মহিলা ও তাঁর ২৫ বছরের স্বামী বিবাহবিচ্ছেদের আর্জি জানান। এরই পরিপ্রেক্ষিতে পারিবারিক আদালত তাঁদের আগামী ছয় মাস আলাদা থাকতে বলেছেন।
ওই মহিলার অভিযোগ, তাঁর স্বামী দাড়ি কাটেন না। টানা ৭-৮ দিন স্নানও করেন না।
কাউন্সেলর বলেছেন, মহিলারা আজকাল তুচ্ছ কারণে স্বামীদের থেকে আলাদা হয়ে যাচ্ছেন। বারিগঢ়ের বাসিন্দা ওই মহিলার দাবি, তাঁর স্বামীর গায়ে দুর্গন্ধ থাকে। স্নান করতে বললে তা না করে পারফিউম ব্যবহার করে দুর্গন্ধ ঢাকেন।
ওই দম্পতির কোনও সন্তান নেই। মহিলার পরিবারের সদস্যরা বিয়ে না ভাঙার অনুরোধ করেছিলেন। কিন্তু ওই মহিলা ওই অনুরোধ মানতে রাজি হননি।
স্বামী দাড়ি কাটেন না, দিনের পর দিন স্নান করেন না, বিবাহবিচ্ছেদের মামলা মহিলার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Apr 2019 10:29 PM (IST)
ভোপালের পারিবারিক আদালত দম্পতিকে ছয়মাস পৃথক থাকার নির্দেশ দিয়েছে। এরপর বিবাহবিচ্ছেদের নির্দেশ জারি হবে বলে জানিয়েছেন এক কাউন্সেলর।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -