‘উপহার নয়, মোদিকে ভোট দিন’, বিয়ের কার্ডে আবেদন হায়দরাবাদের যুবকের
Web Desk, ABP Ananda | 11 Feb 2019 07:32 PM (IST)
হায়দরাবাদ: লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল প্রচার শুরু করে দিয়েছে। এবার একটি বিয়ের অনুষ্ঠানেও দেখা গেল রাজনীতির ছোঁয়া। নিজের বিয়ের কার্ডে হায়দরাবাদের এক যুবকের আবেদন, ‘আমাদের উপহার হল ২০১৯ লোকসভা নির্বাচনে মোদিকে আপনার ভোট।’ এই বিয়ের কার্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নরেন্দ্র মোদির এই ভক্তের নাম মুকেশ রাও ইয়ান্দে। এ মাসের ২১ তারিখ তাঁর বিয়ে। তিনি যখন বিয়ের কার্ডে অতিথিদের উপহার দেওয়ার বদলে লোকসভা নির্বাচনে মোদিকে ভোট দেওয়ার আবেদন জানানোর পরিকল্পনার কথা বলেন, তখন পরিবারের লোকজন এবং বহু স্ত্রী আপত্তি জানান। তবে মুকেশ নিজের সিদ্ধান্তে অনড় থাকেন। তিনি জানিয়েছেন, ‘আমরা সবাই রোজকার কাজে এত ব্যস্ত থাকি, দেশের জন্য কিছু করার সময় পাই না। তাই যিনি দেশের জন্য কাজ করছেন, অন্তত তাঁকে সমর্থন করতে পারি। আমি এভাবেই নরেন্দ্র মোদির কাজের প্রচার করতে চাই। আমার পরিবারের কয়েকজন সদস্য প্রথমে আপত্তি জানান। তবে আমি তাঁদের বোঝাতে পেরেছি। মোট ৬০০ কার্ড ছাপানো হয়েছে। আমন্ত্রিতদের কার্ড দেওয়া শুরু করে দিয়েছি।’