মুম্বই: মহারাষ্ট্রে আগামী ২ দিনের মধ্যে সরকার গঠন নিয়ে পাকাপাকি সিদ্ধান্তে পৌঁছনো যাবে, উদ্ধব ঠাকরেই মুখ্যমন্ত্রী হচ্ছেন। দাবি করলেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত। তাঁর বক্তব্য, মহারাষ্ট্রের মানুষ চান, আগামী মুখ্যমন্ত্রী শিবসেনার কেউ হন। সেনা, এনসিপি কংগ্রেসের জোট বাঁধার প্রক্রিয়া আরও জোরদার হয়েছে বলে তাঁর দাবি।


সঞ্জয়ের বক্তব্য, তাঁদের লক্ষ্য মহারাষ্ট্রে সরকার গড়া। পয়লা ডিসেম্বরের আগেই সরকার তৈরির যাবতীয় প্রক্রিয়া শেষ হবে। রাজ্যে সরকার তৈরি হবে শুধুই শিবসেনার নেতৃত্বে। তবে কংগ্রেস অধ্যক্ষ সনিয়া গাঁধীর সঙ্গে উদ্ধব ঠাকরের এ সপ্তাহে বৈঠকের কোনও সম্ভাবনা নেই, তিনি বলেছেন।

শোনা যাচ্ছে, এনসিপি ও শিবসেনা আড়াই বছর করে মুখ্যমন্ত্রীর পদ ভাগ করে নেবে। প্রথম আড়াই বছর সেনার কেউ মুখ্যমন্ত্রী হবেন, বাকি আড়াই বছর এনসিপির কেউ। শরদ পওয়ারের বাসভবনে এনসিপির সঙ্গে কংগ্রেস নেতাদের সরকার গড়া নিয়ে বৈঠক হয়েছে এক প্রস্থ, প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চহ্বান বলেছেন, আলোচনা ঠিক পথে এগোচ্ছে, শিগগিরই নয়া সরকার তৈরি হবে। তবে আলোচনা আরও দু’একদিন চলবে, খুব তাড়াতাড়ি সরকার গড়ার ব্যাপারে ঘোষণা করবে তিন দল।

মহারাষ্ট্রে এখন কিছুটা হলেও সরকার গড়ার তোড়জোড় দেখা যাচ্ছে। কংগ্রেস-এনসিপি উভয়েই দ্রুত সরকার গঠন হবে বলে দাবি করেছে। দু’দলের নেতাদের মধ্যে ম্যারাথন বৈঠক চলেছে এ ব্যাপারে, সনিয়া গাঁধীও সরকার গড়ার ব্যাপারে সম্মতি দিয়েছেন। আজ সন্ধেয় ফের বৈঠকে বসবে দুই দল।