নয়াদিল্লি: গুজরাত, অসমের মুখ্যমন্ত্রীদের ঘুম ভাঙিয়েছি, তাঁরা জেগে উঠেছেন, কৃষিঋণ মকুবের কথা ঘোষণা করেছেন, এবার ঘুমন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও জাগিয়ে তুলব! দেশের সব চাষির কৃষিঋণ মাফ না করা পর্যন্ত মোদিকে রাতে নিশ্চিন্তে ঘুমোতে না দেওয়ার হুঁশিয়ারির পরদিনই এই ট্যুইট করলেন রাহুল গাঁধী।
কৃষিঋণ মকুব দেশের কৃষি ব্যবস্থার সঙ্কট দূর করার স্থায়ী সমাধান নয়, কৃষকের সঙ্গে কথা বলে চাষবাসে উন্নত প্রযুক্তির প্রয়োগ দরকার বলে সম্প্রতি সাংবাদিক সম্মেলনে অভিমত জানালেও কৃষিঋণ মকুবের দাবিতে বেশ কিছুদিন ধরেই সরব কংগ্রেস সভাপতি। সাম্প্রতিক বিধানসভা ভোটে কংগ্রেস হিন্দি বলয়ের তিন রাজ্যে সরকার গড়েই দুটিতে, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে নির্বাচনী প্রতিশ্রুতিমতো কৃষিঋণ মকুব করেছে। ক্ষমতায় এলে ১০ দিনে কৃষিঋণ মকুবের প্রতিশ্রুতি দিয়েছিল তারা। গতকাল অসমের বিজেপি সরকারও ৬০০ কোটি টাকা কৃষিঋণ মকুবের সিদ্ধান্ত ঘোষণা করেছে। গুজরাতের বিজেপি সরকারও এককালীন রফা স্কিমের আওতায় রাজ্যের গ্রামাঞ্চলে বসবাসকারী ৬ লক্ষের বেশি লোকের ৬২৫ কোটি টাকার বকেয়া বিদ্যুতের বিল পুরোপুরি মকুব করেছে।




মঙ্গলবার রাহুল মধ্যপ্রদেশ, ছত্তিশগড় সরকারের ঘোষণা প্রসঙ্গে বলেন, বলেছিলাম, আমাদের সরকার ১০ দিনে কৃষিঋণ মাফ করবে। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে এটা করতে ৬ ঘন্টারও কম সময় লাগল। পাশাপাশি মোদি সরকার সব কৃষকের ঋণ মকুব না করলে ২০১৯ এর লোকসভা নির্বাচনের কংগ্রেসের ইস্তাহারে সেই প্রতিশ্রুতি থাকবে বলেও ঘোষণা করেন তিনি।
এদিকে কেন্দ্রের মোদি সরকার ভোটের আগে কৃষকদের জন্য বড়সড় ত্রাণ ঘোষণা করতে পারে বলে শোনা যাচ্ছে।
এই প্রেক্ষিতে রাহুল লেখেন, কংগ্রেস অসম, গুজরাতের মুখ্যমন্ত্রীদের গভীর নিদ্রা ভাঙিয়ে জাগিয়ে তুলেছে। প্রধানমন্ত্রী এখনও ঘুমোচ্ছেন। আমরা তাঁকেও জাগিয়ে দেব।