নয়াদিল্লি: আজ মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা বোয়িংয়ের কাছ থেকে চারটি অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার পেল ভারতীয় বায়ুসেনা। এই প্রথম অ্যাপাচে যুদ্ধবিমান পেল বায়ুসেনা। আগামী সপ্তাহে আরও চারটি চপার পাওয়ার কথা রয়েছে বায়ুসেনার। এই আটটি চপার সেপ্টেম্বরে পঠানকোটে বায়ুসেনার ঘাঁটিতে নিয়ে যাওয়া হবে।

২০১৫ সালের সেপ্টেম্বরে মার্কিন সরকার ও বোয়িংয়ের সঙ্গে ২২টি অ্যাপাচে হেলিকপ্টারের বিষয়ে চুক্তি করে বায়ুসেনা। ২০১৭ সালে প্রতিরক্ষা মন্ত্রক ৬টি অ্যাপাচে হেলিকপ্টারে যুদ্ধের সরঞ্জাম যুক্ত করার বিষয়টি অনুমোদন করে। আজ থেকে বায়ুসেনার অ্যাপাচে হেলিকপ্টার পাওয়া শুরু হল। ২০২০ সালের মধ্যে বায়ুসেনা ২২টি অ্যাপাচে হেলিকপ্টারই পেয়ে যাবে বলে জানিয়েছে বোয়িং।