গ্বালিয়র: পাকিস্তান তাদের আকাশসীমা বন্ধ করে রাখলে সেটা তাদের সমস্যা। তবে অসামরিক বিমান চলাচলে ভারত কখনও বাধার সৃষ্টি করেনি। সোমবার সাংবাদিক সম্মেলনে জানালেন ভারতীয় বায়ুসেনা প্রধান বি এস ধানোয়া।
ভারতের জন্য আকাশসীমা বন্ধ রাখার মেয়াদ বাড়িয়েছে পাকিস্তান। আগামী ২৮ জুন পর্যন্ত পাকিস্তানের আকাশে ঢুকতে পারবে না ভারতের বিমান। ইসলামাবাদ থেকে একথা জানিয়ে দেওয়া হয়েছে সম্প্রতি। সোমবার ভারতের ধানোয়া সাংবাদিক বৈঠক করে বলেন, ‘এতে ভারতের কোনও ক্ষতি হবে না। পাকিস্তান যদি তাদের আকাশসীমা বন্ধ করে রাখে, তারাই সমস্যায় পড়বে। ভারত কখনও অসামরিক বিমান চলাচল বন্ধ করেনি।’
ধানোয়া আরও বলেন, ‘পাকিস্তান যেভাবে আকাশসীমা বন্ধ রাখছে, তাতে তাদেরই সমস্যা হবে। আমাদের অর্থনীতি যথেষ্ট শক্তিশালী। অর্থনীতির স্বার্থে বিমান চলাচল করা জরুরি।’
গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হানায় সিআরপিএফের ৪০ জন জওয়ান নিহত হন। ২৬ ফেব্রুয়ারি ভারতের যুদ্ধবিমান বালাকোটে জইশ ই মহম্মদের ঘাঁটিতে হানা দেয়। সেই থেকেই ভারত সীমান্তে আকাশসীমা বন্ধ করে দেয় পাকিস্তান। মার্চ মাসে পাকিস্তান তার আকাশসীমা আংশিক খুলে দিয়েছিল। তবে ভারতের বিমানকে পাকিস্তানের আকাশ দিয়ে উড়তে দেওয়া হয়নি। এর ফলে ইউরোপ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ থেকে যে বিমানগুলি ভারতে আসছে বা ভারত থেকে যাচ্ছে, তাদের অনেকটা পথ ঘুরে যেতে হচ্ছে।
ধানোয়া সোমবার বলেন, ‘২৭ ফেব্রুয়ারি মাত্র দু’-তিন ঘণ্টার জন্য শ্রীনগরে আকাশসীমা বন্ধ ছিল। পাকিস্তান সীমান্তে উত্তেজনা সৃষ্টি হলেই আমরা অসামরিক বিমানের উড়ান বন্ধ রাখার পক্ষপাতী নই। কারণ আমাদের অর্থনীতি ওদের চেয়ে অনেক বেশি শক্তিশালী।’
ধানোয়া জানিয়েছেন, বালাকোটে এয়ারস্ট্রাইকের পর পাকিস্তানের কোনও বিমান ভারতের আকাশসীমায় ঢোকেনি। তিনি বলেছেন, ‘পাকিস্তানি বিমান আমাদের আকাশসীমায় ঢুকতে পারেনি। আমাদের লক্ষ্য ছিল জঙ্গি ঘাঁটিগুলি। ওরা চেয়েছিল আমাদের সেনা ঘাঁটিতে আক্রমণ করতে। কিন্তু সীমান্ত অতিক্রম করেনি।‘
বালাকোটের এয়ারস্ট্রাইকের পর পাক বিমান ভারতে ঢুকতে পারেনি, পাকিস্তান আকাশসীমা বন্ধ রাখলে সেটা তাদের সমস্যা, বললেন ভারতের বায়ুসেনা প্রধান
Web Desk, ABP Ananda
Updated at:
24 Jun 2019 06:16 PM (IST)
ধানোয়া জানিয়েছেন, বালাকোটে এয়ারস্ট্রাইকের পর পাকিস্তানের কোনও বিমান ভারতের আকাশসীমায় ঢোকেনি
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -