করনল(হরিয়ানা): সন্ত্রাস মোকাবিলা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ‘পরামর্শ’ দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। জানালেন, প্রতিবেশী রাষ্ট্র যদি সত্যিই নিজেদের ভূমিতে সন্ত্রাস মোকাবিলা করতে উদ্যোগী হয়, তাহলে তাদের সামরিক সহায়তা করতে প্রস্তুত ভারত। সেক্ষেত্রে প্রয়োজনে পাকিস্তানে সশস্ত্র বাহিনীও পাঠাবে ভারত।
রাজনাথ বলেন, আমি পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে একটা প্রস্তাব দিতে চাই। আপনি যদি সন্ত্রাস মোকাবিলায় সত্যিই আন্তরিক হোন, তাহলে আমরা আপনাকে সাহায্য করব। আপনি আমাদের সেনা চান, তাহলে আমরা তাও পাঠিয়ে সাহায্য করব।





একইসঙ্গে, কাশ্মীর নিয়ে ইমরানকে একহাত নেন প্রতিরক্ষামন্ত্রী। বলেন, আমি ইমরানের বক্তব্য শুনছিলাম, যেখানে তিনি বলেছেন, কাশ্মীর স্বাধীন না হওয়া পর্যন্ত তিনি লড়াই চালিয়ে যাবেন। তিনি (ইমরান) আরও বলেছেন, যে কাশ্মীর ইস্যুটি আন্তর্জাতিক মঞ্চে উত্থাপন করবেন। এই প্রেক্ষিতে ইমরানের উদ্দেশ্যে রাজনাথ বলেন, ভুল যান কাশ্মীরকে। এসব বিষয়ে চিন্তাও করবেন না। আপনি বিষয়টি তুলতেই পারেন। কোনও লাভ হবে না। কাশ্মীর নিয়ে আমাদের ওপর কেউ চাপসৃষ্টি করবে না।
ইমরান নেতৃত্বাধীন পাক-প্রশাসনকে আক্রমণ করে রাজনাথ যোগ করেন, ১৯৪৭ সালে আপনারা দেশকে দু’টুকরো করেছিলেন। কিন্তু, ১৯৭১ সালে, আপনাদের দেশ ফের ভেঙে দুভাগ হয়। রাজনাথের পরামর্শ, পাকিস্তানের উচিত নিজেদের ভাবনাচিন্তাকে পাল্টানো, না হলে এই পরিস্থিতি চলতে থাকলে কোনও শক্তি পাকিস্তানের ভাঙন আটকাতে পারবে না।





রাফালের কার্যকারিতা সম্পর্কে এদিন উচ্ছ্বসিত ছিলেন রাজনাথ। বলেন, ভারতের হাতে আগেই যদি রাফাল চলে আসত, তাহলে বালাকোটে পাক-অধিকৃত কাশ্মীরে ঢোকারই প্রয়োজন হতো না। ভারতে বসেই, ওই শিবিরগুলি ধ্বংস করে দিতাম।