নয়াদিল্লি: একদিকে যখন সীমান্তে উত্তেজনা কমানোর লক্ষ্যে দু’দেশের মধ্যে আলোচনা চলছে, ঠিক তখনই চিনের সেনাবাহিনীর উস্কানি ও আগ্রাসন অব্যাহত। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ফের স্থিতাবস্থা বদলে দেওয়ার চেষ্টা করে চিনা সেনা। তবে ভারতের সেনা জওয়ানরা সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন বলে জানাল বিদেশমন্ত্রক।


এক বিবৃতিতে আজ বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘৩১ অগাস্ট ভারত ও চিনের গ্রাউন্ড কমান্ডাররা সীমান্তে উত্তেজনা কমানোর বিষয়ে আলোচনায় বসলেও, চিনের সেনাবাহিনী ফের প্ররোচনা দেয়। তবে ভারতীয় সেনাবাহিনী উপযুক্ত সময়ে ব্যবস্থা নেওয়ায় একতরফাভাবে স্থিতাবস্থা বদলে দেওয়ার চেষ্টা ব্যর্থ হয়। আমরা কূটনৈতিক ও সামরিক স্তরে চিনের এই প্ররোচনা এবং আগ্রাসী আচরণের বিষয়টি উত্থাপন করেছি। চিনের সেনাবাহিনীকে সংযমী হতে বলা হয়েছে এবং তাদের এই ধরনের প্ররোচনামূলক আচরণ থেকে বিরত থাকতেও বলা হয়েছে।’

বিদেশমন্ত্রকের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ‘ভারত-চিন সীমান্তের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য গত তিন মাস ধরে কূটনৈতিক ও সামরিক স্তরে আলোচনা চালিয়ে যাচ্ছে দু’দেশ। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় যাবতীয় সমস্যা মিটিয়ে ফেলার বিষয়ে দায়বদ্ধ ভারত। শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে ওয়েস্টার্ন সেক্টরের সমস্যা মেটাতে চায় ভারত।’