নয়াদিল্লি: ভারতের বেশিরভাগ অংশেই চলছে তাপপ্রবাহ। শনিবার সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল রাজস্থানের চুরুতে। এখানে তাপমাত্রা ছিল ৫০.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৯ ডিগ্রি বেশি। রাজস্থানের অন্যত্রও তাপমাত্রা ছিল স্বাভাবিকের তুলনায় অনেকটা বেশি। শ্রীগঙ্গানগরে তাপমাত্রা ছিল ৪৯ ডিগ্রি। বিকানের, জয়সলমীর ও কোটায় তাপমাত্রা ছিল যথাক্রমে ৪৭.৯, ৪৭.২ ও ৪৬ ডিগ্রি সেলসিয়াস। যোধপুর, জয়পুর ও বারমেরে তাপমাত্রা ছিল যথাক্রমে ৪৫.৬, ৪৫.২ ও ৪৪.৫ ডিগ্রি সেলসিয়াস।
জাতীয় আবহাওয়া বিভাগের পক্ষ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী পাঁচদিন রাজস্থান, বিদর্ভ ও মধ্যপ্রদেশে তাপপ্রবাহ চলতে পারে। পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি ও উত্তর প্রদেশের দক্ষিণাংশে আগামী তিনদিন ধরে তাপপ্রবাহ চলতে পারে।
শনিবার দিল্লিতেও তাপমাত্রা ছিল স্বাভাবিকের তুলনায় বেশি। পালামে পারদ পৌঁছে গিয়েছিল ৪৬.১ ডিগ্রি সেলসিয়াসে। সফদরজঙ্গে তাপমাত্রা ছিল ৪৩.৫ ডিগ্রি সেলসিয়াস। দিল্লিতে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ।
উত্তরপ্রদেশের বান্দায় শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৮.৪ ডিগ্রি সেলসিয়াস। পঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, ওড়িশাতেও তাপমাত্রা যথেষ্ট বেশি। আপাতত তাপপ্রবাহ থেকে রেহাই পাওয়ার কোনও আশা দিতে পারছে না আবহাওয়া বিভাগ।
রাজস্থানের চুরুতে পারদ ছাড়াল ৫০ ডিগ্রি, দেশজুড়ে চলছে তাপপ্রবাহ
Web Desk, ABP Ananda
Updated at:
01 Jun 2019 09:56 PM (IST)
জাতীয় আবহাওয়া বিভাগের পক্ষ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী পাঁচদিন রাজস্থান, বিদর্ভ ও মধ্যপ্রদেশে তাপপ্রবাহ চলতে পারে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -