নয়াদিল্লি: শান্তি প্রতিষ্ঠার বিষয়ে প্রত্যয়ী ভারত এবং এই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে দায়বদ্ধ। তবে, কখনই তা আত্মমর্যাদা ও সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে নয়। এমনটাই মত পোষণ করলেন নরেন্দ্র মোদী। রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী জানিয়ে দিলেন দেশে শান্তির আবহ নষ্ট করার কোনও প্রকার চেষ্টা করা হলে, সামরিক বাহিনী তার সমুচিত জবাব দেবে।
২০১৬ সালের সার্জিক্যাল স্ট্রাইকের কথা স্মরণ করে মোদী জানান, সন্ত্রাসবাদের আড়ালে যারা ছায়াযুদ্ধ চালাচ্ছে, তাদের যথাযথ জবাব দিয়েছে সেনাবাহিনী। প্রধানমন্ত্রী বলেন, এটা নিশ্চিত যে, যারাই এদেশের শান্তির পরিবেশ নষ্ট করার চেষ্টা করবে, তাদের যোগ্য জবাব দেবে সেনা। তিনি যোগ করেন, ভারত দৃঢ়ভাবে শান্তিতে বিশ্বাস করে। একইসঙ্গে তাকে এগিয়েও নিয়ে যেতে চায়। কিন্তু, দেশের আত্মমর্যাদা ও সার্বভৌমত্ব বাদ দিয়ে নয়।
মোদী জানান, ভারত কখনই অসৎ উদ্দেশ্যে অন্যের অঞ্চলে নজর দেয়নি। শান্তির প্রতি ভারতের দায়বদ্ধতা প্রসঙ্গে এটি সবচেয়ে বড় উদাহরণ। সম্প্রতি, জম্মু ও কাশ্মিরে জঙ্গি হামলায় তিন পুলিশকর্মীর নির্মম হত্যার পর নিউইর্কে ভারত-পাকিস্তান বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক বাতিল করে নয়াদিল্লি। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়ে দেন, বর্তমান পরিস্থিতিতে আলোচনা চালানোর চেষ্টা করা বৃথা। পাশাপাশি, যেভাবে কাশ্মীরি জঙ্গি বুরহান ওয়ানির নামে ডাকটিকিট প্রকাশ করে তার ‘প্রশংসা’ করেছে পাকিস্তান, তারপর বৈঠক বাতিল করা ছাড়া কোনও রাস্তাই খোলা ছিল না।
শান্তিতে বিশ্বাসী ভারত, তবে দেশের সম্মান ও সার্বভৌমত্ব আরও বড়: ‘মন কি বাত’-এ মোদী
Web Desk, ABP Ananda
Updated at:
30 Sep 2018 05:28 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -