নয়াদিল্লি: আকাশসীমা লঙ্ঘন করে ভারতে ঢুকে এল পাকিস্তানের একটি হেলিকপ্টার। সেনাবাহিনী সূত্রে খবর, আজ এই ঘটনা ঘটে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার গুলপুর সেক্টরে। হেলিকপ্টারটি দেখতে পেয়েই গুলি চালাতে শুরু করেন সেনা জওয়ানরা। ভারতের আকাশসীমায় কিছুক্ষণ থাকার পর ফিরে যায় পাক কপ্টারটি।



সেনাবাহিনীর জনসংযোগ আধিকারিক লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ জানিয়েছেন, ‘আজ বেলা ১২.১০ নাগাদ পাক হেলিকপ্টারটি আকাশসীমা লঙ্ঘন করে। সেটি দেখতে পেয়েই এয়ার সেন্ট্রিরা ছোট আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালাতে শুরু করেন। সাদা রঙের কপ্টারটি কিছুক্ষণ পরে ফিরে যায়।’

গতকালই দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলায় একটি থানায় গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। সেই হামলায় এক পুলিশকর্মীর মৃত্যু হয়। তাঁর অস্ত্রও নিয়ে পালিয়ে গিয়েছে জঙ্গিরা। গতকাল সন্ধেয় কুপওয়ারা জেলায় ভারত ও পাক সেনা গোলাবর্ষণ করে। ত্যাংধার সেক্টরে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাক সেনা। জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টাও করে। কড়া জবাব দেয় ভারতীয় সেনা। এরপর আজ পাক কপ্টারের আকাশসীমা লঙ্ঘন সীমান্তে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।