নয়াদিল্লি: আজ ফের ভারত-চিনের সেনাবাহিনীর কম্যান্ডার পর্যায়ের বৈঠক হতে চলেছে। লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে দু’দেশের সেনা সরানো নিয়েই আলোচনা হবে বলে জানা গিয়েছে। আজ সকাল ১০টা থেকে মলডো অঞ্চলে এই বৈঠক শুরু হবে বলে জানা গিয়েছে। এটি দশম বৈঠক হতে চলেছে।


সম্প্রতি পূর্ব লাদাখের প্যাংগং সো অঞ্চল থেকে সেনা সরিয়ে নেওয়া শুরু করেছে ভারত ও চিন। প্রথম ধাপে সেনা সরানো হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ফের বৈঠক হতে চলেছে। হট স্প্রিং, গোগরা, দেপস্যাং অঞ্চল থেকে সেনা সরানো নিয়ে আজ আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে। দেপস্যাং নিয়ে দু’দেশের বিরোধ আট বছরের পুরনো। এর আগে কম্যান্ডার পর্যায়ের বৈঠকে প্রকৃত নিয়ন্ত্রণরেখা সংক্রান্ত যাবতীয় সমস্যা মেটানোর দাবি জানিয়েছে ভারত। আজ ফের ভারতের পক্ষ থেকে একই দাবি জানানো হতে পারে।


সংবাদসংস্থা আইএএনএস-কে এক আধিকারিক জানিয়েছেন, ‘প্রাথমিকভাবে গোগরা ও হট স্প্রিং অঞ্চল নিয়ে সমস্যা মেটানোর চেষ্টা করা হবে। দেপস্যাংয়ের সমস্যা জটিল। ফলে এই সমস্যা মেটাতে বেশি সময় লাগতে পারে।’


এ মাসের ১০ তারিখ চিনের পক্ষ থেকে ঘোষণা করা হয়, নয়াদিল্লি ও বেজিং প্যাংগং হ্রদ অঞ্চল থেকে সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছে। চিনের সেনা সরে যাবে ফিঙ্গার ৮ অঞ্চলে। অন্যদিকে, ভারতীয় সেনা সরে আসবে প্যাংগং সো লেকের উত্তর দিকে ফিঙ্গার ২ ও ফিঙ্গার ৩ অঞ্চলের মধ্যে ধ্যান সিংহ থাপা পোস্টে। এছাড়া সাময়িকভাবে টহলদারি সহ যাবতীয় সামরিক কার্যকলাপ স্থগিত রাখা হচ্ছে। সেই ঘোষণা অনুযায়ী প্রথম ধাপে সেনা সরানো হয়েছে। এই পরিস্থিতিতে আজ দশম পর্যায়ের বৈঠকে প্যাংগং সো লেকের উত্তর ও দক্ষিণ দিকের বর্তমান অবস্থা খতিয়ে দেখা হবে।


গত বছরের জুলাইয়ে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিনের সেনা সংঘর্ষ হয়। তারপর থেকেই উত্তপ্ত ছিল এই অঞ্চল। তবে দু’দেশের পক্ষ থেকে সীমান্ত বিরোধ মেটানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি চিনের পক্ষ থেকে সরকারিভাবে স্বীকার করা হয়েছে, গালওয়ানে তাদের চারজন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। এই সংঘর্ষ নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে চিন।