নয়াদিল্লি: অব্যাহত করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপট। প্রত্যেকদিন রেকর্ড ভাঙছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। দেশে দৈনিক আক্রান্তর সংখ্যা এবার চার লক্ষে পৌঁছে গেল। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যাণ অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তর সংখ্যা ৪,০১,৯৯৩। মৃত্যু হয়েছে ৩,৫২৩ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২,৯৯,৯৮৮ জন আক্রান্ত। বিশ্বের প্রথম দেশ হিসেবে ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ছাড়াল।
ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ জানিয়েছে যে, ৩০ এপ্রিল পর্যন্ত ২৮,৮৩,৩৭,৩৮৫ নমুনা পরীক্ষা করা হয়েছে। গতকাল এই সংখ্যা ছিল ১৯,৪৫,২৯৯।
শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩ লক্ষ ৮৬ হাজার ৪৫২ জন ৷ মৃত্যু হয়েছিল ৩৪৯৮ জনের ৷ সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন ২ লক্ষ ৯৭ হাজার ৫৪০ জন ৷
শনিবারের পরিসংখ্যান আক্রান্ত ও মৃত্যু সংখ্যায় আগের দিনকে ছাপিয়ে গেল। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৩২,৬৮,৭১০।
সবমিলিয়ে ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১,৯১,৬৪,৯৬৯। সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১,৫৬,৮৪,৪০৬ জন। মোট মৃতের সংখ্যা ২,১১,৮৫৩। এখনও পর্যন্ত টিকাকরণ হয়েছে ১৫,৪৯,৮৯,৬৩৫ জনের।
মহারাষ্ট্রে শুক্রবার করোনা আক্রান্তের সংখ্যা ৬২,৯১৯। রাজ্যে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬,৬২,৬৪০। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৮২৮ জনের। সবমিলিয়ে রাজ্যে আক্রান্তর সংখ্যা ৪৬,০২,৪৭২।এখনও পর্যন্ত রাজ্যে মৃতের সংখ্যা ৬৮,৮১৩ জন।
দিল্লিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৭৫ জনের। নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ২৭,০৪৭। পজিটিভিটি রেট ৩২.৬৯ শতাংশ। দিল্লির স্বাস্থ্যমন্ত্রকের বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এই নিয়ে পরপর নয়দিন দিল্লিতে করোনায় ৩০০ জনের বেশি আক্রান্তর মৃত্যু হয়েছে।
দেশে করোনায় মৃত্যুর ১.১০ শতাংশ। রিকভাররি রেট ৮২ শতাংশ। অ্যাক্টিভ আক্রান্তর হার বেড়ে হয়েছে ১৭ শতাংশ। অ্যাক্টিভ করোনা আক্রান্তর সংখ্যায় ভারত দ্বিতীয় স্থানে। মোট আক্রান্তের সংখ্যাতেও ভারত দ্বিতীয় স্থানে। অন্যদিকে, বিশ্বে আমেরিকা, ব্রাজিল ও মেক্সিকোর পর ভারতের করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে।