নয়াদিল্লি  : ভারতে ভয়ঙ্কর করোনা। দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা ফের চার হাজার পেরোল। দৈনিক আক্রান্তের সংখ্যা সামান্য কমলেও গত ২৪ ঘণ্টায় সংক্রমিত সংখ্যা ৩ লক্ষের বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ১১ হাজার ১৭০ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৪৬ লক্ষ ৮৪ হাজার ৭৭ জন। ভারতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৭৭ জনের। এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২ লক্ষ ৭০ হাজার ২৮৪।
দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা সামান্য কমে দাঁড়াল ৩৬ লক্ষ ১৮ হাজার ৪৫৮।

  


এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৭ লক্ষ ৯৫ হাজার ৩৩৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যা ৩ লক্ষ ৬২ হাজার ৪৩৭।


১৫ মে পর্যন্ত ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ ৩১,৪৮,৫০,১৪৩ নমুনা পরীক্ষা করেছে। এরমধ্যে গতকাল ১৮,৩২,৯৫০ নমুনা পরীক্ষা করা হয়েছে। 


১৫ মে পর্যন্ত দেশে ১৮,২২,২০,১৬৪ জনকে করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। গতকাল টিকা পেয়েছেন ১৭,৩৩,২৩২ জন।


মহারাষ্ট্রে মৃতের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। এর থেকেই ইঙ্গিত, দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও করোনার দ্বিতীয় ঢেউ সংক্রান্ত অতিমারীর কবল থেকে মুক্তি পেতে এখনও অনেক সময় লাগবে। গত মাসে মহারাষ্ট্রে দৈনিক আক্রান্তের সংখ্যা ৬০ হাজারের বেশি ছিল। কয়েক সপ্তাহ পর পর কমে ৪০-হাজারের কম হয়েছে। আজ দৈনিক আক্রান্তের সংখ্যা আরও কমে হয়েছে ৩৪,৮৯৮।


শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৩ লক্ষ ২৬ হাজার ৯৮ জন। 


এর আগে, শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৩ লক্ষ ৪৩ হাজার ১৪৪ জন। বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী,  ভারতে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৩ লক্ষ ৬২ হাজার ৭২৭ জন। 


 


বিস্তারিত আসছে..