নয়াদিল্লি: করোনায় প্রায় প্রতিদিনই চলছে রেকর্ড ভাঙা-গড়া চলছে। দেশে মৃত ও আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এবার দেশে একদিনে সংক্রমণে রেকর্ড তৈরি হল।
বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৮৭৯। এখনও পর্যন্ত একদিনে আক্রান্তের নিরিখে এটাই রেকর্ড।
বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছিলেন ২২ হাজার ৭৫২ জন। বৃহস্পতিবার পরিসংখ্যান অনুযায়ী ২৪ ঘণ্টায় সেটা বেড়ে হল ২৪ হাজার ৮৭৯।
সরকারের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৮৭ জনের মৃত্যু হয়েছে। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছিল ৪৮২ জনের।
আক্রান্তের নিরিখে ইতিমধ্যেই বিশ্বে তিন নম্বরে চলে এসেছে ভারত। এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ১২৯ জনের।
মোট আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ৬৭ হাজার ২৯৬। দেশের মধ্যে মহারাষ্ট্রের অবস্থা সবচেয়ে খারাপ। সেখানে মৃত্যু হয়েছে ৯ হাজার ৪৪৮ জনের।
আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ২৩ হাজার ৭২৪। মৃত্যুর নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। দিল্লিতে মৃত ৩ হাজার ২১৩। আক্রান্ত ১ লক্ষ ৪ হাজার ৮৬৪।
মৃত্যুর নিরিখে তৃতীয় স্থানে রয়েছে গুজরাত। সেখানে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৯৯৩ জনের। আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ৩৩৩।
তবে এর মধ্যেই স্বস্তি সুস্থতার হারে। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১৯ হাজার ৫৪৭ জন। মোট সংক্রমণ মুক্ত ৪ লক্ষ ৭৬ হাজার ৩৭৮ জন। সুস্থতার হার ৬২.৮ শতাংশ।
আরও একটি ইতিবাচক দিক হল, বর্তমানে দেশে চিকিৎসাধীনদের তুলনায় সুস্থ হওয়ার সংখ্যা ২ লক্ষ বেশি। অর্থাৎ, দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৪.৭৬ লক্ষ মানুষ। চিকিৎসাধীন ২.৬৯ লক্ষ।