নয়াদিল্লি: পুলওয়ামায় জঙ্গি হামলার পরেই পাকিস্তানের উপর থেকে ‘সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশের’ তকমা সরিয়ে নিয়েছে ভারত। এরপর আজ আরও কঠোর ব্যবস্থা নেওয়া হল। পাকিস্তান থেকে আমদানি করা সব পণ্যের উপর শুল্ক ২০০ শতাংশ বাড়ানো হল। আজ অর্থমন্ত্রী অরুণ জেটলি ট্যুইট করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।



পাকিস্তান থেকে ভারতে আমদানি করা হয় ফল, সিমেন্ট, পেট্রোলিয়াম পণ্য, খনিজ দ্রব্য, চর্মজাত পণ্য। ২০১৭-১৮ সালে পাকিস্তান থেকে ভারতে আমদানি করা হয় ৩,৪৮২.৩ কোটি টাকার পণ্য। শুল্ক বাড়ার ফলে আমদানি ধাক্কা খাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।