নভি মুম্বই: আগামীকাল নভি মুম্বইয়ে হাফ ম্যারাথন। তার আগে পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলায় শহিদ সিআরপিএফ জওয়ানদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। তিনি বলেছেন, ‘আগামীকাল একটি গুরুত্বপূর্ণ দিন। যাঁরা দেশের জন্য জীবন দিয়েছেন, তাঁদের জন্য আমরা দৌড়ব।’
কপিল আরও বলেছেন, ‘আমরা না, যাঁরা দেশের সেবা করছেন তাঁরাই আসল নায়ক। আমাদের নিশ্চিত করতে হবে, তাঁদের পরিবারের দেখভাল যেন করি।’
নভি মুম্বই হাফ ম্যারাথনে ২১ কিমি ও ১০ কিমি দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দৌড়ের সূচনা করবেন কপিল। হাফ ম্যারাথনের আয়োজকরা জানিয়েছেন, প্রতিযোগিতা শুরুর আগে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে।
নভি মুম্বই হাফ ম্যারাথনে যোগ দিয়ে পুলওয়ামায় শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানানোর আর্জি কপিলের
Web Desk, ABP Ananda
Updated at:
16 Feb 2019 05:36 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -