নয়াদিল্লি: পাকিস্তান সফরে জম্মু ও কাশ্মীর সফর নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এর্ডোগানের সাম্প্রতিক মন্তব্য়ের তীব্র নিন্দা করে এখানে সেদেশের রাষ্ট্রদূতকে ‘কড়া ডিমার্শে’ জারি করল ভারত। ডিমার্শেটি দেন বিদেশমন্ত্রকের সচিব (ওয়েস্ট)-কে। এক বিবৃতিতে মন্ত্রকের মুখপাত্র রভিশ কুমার বলেছেন, প্রেসিডেন্ট এর্ডোগান তাঁর সাম্প্রতিক ইসলামাবাদ সফরে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর নিয়ে যে মন্তব্য করেছেন, ভারত তুর্কি সরকারের কাছে সে ব্যাপারে কড়া ডিমার্শে পাঠিয়েছে। ওই মন্তব্যে ইতিহাসের সঠিক উপলব্ধি বা সঠিক কূটনৈতিক আচরণ, কোনওটারই প্রতিফলন ঘটেনি। অতীতের ঘটনাবলীকে বিকৃত করা হয়েছে বর্তমান সম্পর্কে সংকীর্ণ মানসিকতা প্রতিষ্ঠিত করতে। ভারত তুর্কি সরকারের কাছে জোরালো ডিমার্শে দিয়েছে।
সাম্প্রতিক পর্বটি অন্য দেশের ঘরোয়া ব্যাপারে তুরস্কের মাথা গলানোর আরও একটি নমুনা বলে জানিয়ে তিনি বলেন, ভারতের কাছে এটা কোনওমতেই গ্রাহ্য় নয়। পাকিস্তান খোলাখুলি যে সীমান্ত সন্ত্রাসবাদ চালাচ্ছে, তাকে বৈধতা দেওয়ার তুরস্কের লাগাতার প্রয়াস আমরা প্রত্যাখ্যান করছি।
বিদেশমন্ত্রক হুঁশিয়ারি দিয়েছে, এই ঘটনাবলী আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর বড় প্রভাব ফেলবে।
এর আগে শনিবার তুরস্ক-পাকিস্তান যৌথ ঘোষণায় জম্মু ও কাশ্মীর প্রসঙ্গ থাকায় তীব্র উষ্মা প্রকাশ করে ভারত আঙ্কারাকে নয়াদিল্লির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে পাকিস্তান থেকে উদ্ভূত সন্ত্রাসবাদের বিপদের ব্যাপারে সঠিক উপলব্ধির আহ্বান জানায়।
আজ বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেন, ভারত জম্মু ও কাশ্মীর সম্পর্কে যাবতীয় উল্লেখ প্রত্যাখ্যান করছে। ভারতের অবিচ্ছেদ্য অংশ জম্মু ও কাশ্মীর।
এর্ডোগানের সফর শেষে পাকিস্তান ও তুরস্কের যৌথ ঘোষণায় ইসলামাবাদ, নয়াদিল্লির মধ্যে কাশ্মীর সমেত যাবতীয় বকেয়া বিবাদ-বিরোধ লাগাতার আলোচনা প্রক্রিয়ার মাধ্যমে ও রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবের সঙ্গে তাল রেখে মিটিয়ে ফেলার প্রয়োজনীয়তার কথা বলা হয়।
পাকিস্তান সফরে এর্ডোগানের মুখে কাশ্মীর: তুরস্কের রাষ্ট্রদূতকে ‘কড়া ডিমার্শে’, ইতিহাসের সঠিক উপলব্ধি নয়, বলল ভারত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Feb 2020 09:27 PM (IST)
শনিবার তুরস্ক-পাকিস্তান যৌথ ঘোষণায় জম্মু ও কাশ্মীর প্রসঙ্গ থাকায় তীব্র উষ্মা প্রকাশ করে ভারত আঙ্কারাকে নয়াদিল্লির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে পাকিস্তান থেকে উদ্ভূত সন্ত্রাসবাদের বিপদের ব্যাপারে সঠিক উপলব্ধির আহ্বান জানায়।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -