বেঙ্গালুরু: ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইনের উপর থেকে রফতানি সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নিল ভারত। রাসায়নিক ও সার বিষয়ক মন্ত্রী সদানন্দ গৌড়া জানিয়েছেন, ‘ওষুধ বিষয়ক দফতর হাইড্রক্সিক্লোরোকুইন ও এটি তৈরির পদ্ধতি রফতানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে মতপ্রকাশ করেছে। বিশেষ আর্থিক অঞ্চল এবং আমদানি সংক্রান্ত বিভাগ ছাড়া বাকিদের ঘরোয়া বাজারে উৎপাদিত ওষুধের ২০ শতাংশ সরবরাহ করতে হবে।’

বিশ্বজুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার শুরু থেকেই হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে আলোচনা শুরু হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাইড্রক্সিক্লোরোকুইন রফতানি নিয়ে ভারতের উপর চাপ সৃষ্টি করেন। তিনি হুঁশিয়ারি দেন, এই ওষুধ রফতানি না করলে ভারতকে তার ফল ভুগতে হবে। এরপরেই রফতানির উপর নিষেধাজ্ঞা আংশিকভাবে তুলে নেয় ভারত। পরবর্তীকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বক্তব্যে এই ওষুধ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথমে বলে, করোনার চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন কাজ করছে না। পরে অবশ্য এই বক্তব্য বদলে যায়। গত সপ্তাহে ব্রিটিশ বিজ্ঞানীরা দাবি করেছেন, হাইড্রক্সিক্লোরোকুইন কোনও কাজেই লাগছে না। চিকিৎসা বিষয়ক একটি পত্রিকায় এমনও দাবি করা হয়েছে, হাইড্রক্সিক্লোরোকুইন করোনা আক্রান্তদের মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। তবে ভারতে এই ওষুধই ব্যবহার করা হচ্ছে।