নয়াদিল্লি: পর্যটন ক্ষেত্রে চিন ও মার্কিন যুক্তরাষ্ট্রের পর তৃতীয় স্থানে ভারত। গত চার বছরে এই ক্ষেত্রে প্রায় এক কোটি ৪০ লক্ষ কর্মসংস্থান হয়েছে। আজ সপ্তম আন্তর্জাতিক পর্যটন বাণিজ্য অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে এমনই জানিয়েছেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী কে জে আলফন্স। তাঁর দাবি, ‘গত বছর দেশীয় পর্যটকের সংখ্যা সাত শতাংশ বেড়েছে। বিদেশি পর্যটকের সংখ্যা বেড়েছে ১৪ শতাংশ। দেশে বিদেশি পর্যটকের সংখ্যা বৃদ্ধি এবং পর্যটন ক্ষেত্র থেকে আয়ের বিষয়ে আমরা আরও উন্নতি করতে চাই। গত চার বছরে পর্যটন ক্ষেত্রে ১৩.৯২ মিলিয়ন কর্মসংস্থান হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলে বহু অবিশ্বাস্য প্রাকৃতিক ঐশ্বর্য রয়েছে। সরকারের অ্যাক্ট-ইস্ট পলিসি-র কেন্দ্র হবে উত্তর-পূর্ব ভারত।’
পর্যটন সচিব রশ্মি বর্মা জানিয়েছেন, ‘স্বদেশ দর্শন প্রকল্পের আওতায় উত্তর-পূর্ব ভারতের আটটি রাজ্যে ১,৩০০ কোটি টাকায় ১৫টি পর্যটন প্রকল্পের কাজ চলছে। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির জন্য সব মন্ত্রক ১০ শতাংশ অর্থ খরচের দায়িত্ব পেয়েছে। একমাত্র পর্যটন মন্ত্রকই এর চেয়ে বেশি অর্থ খরচ করছে।’
পর্যটন ক্ষেত্রে চিন, আমেরিকার পর তিন নম্বরে ভারত, গত ৪ বছরে ১.৪০ কোটি কর্মসংস্থান
Web Desk, ABP Ananda
Updated at:
23 Nov 2018 08:58 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -