শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযানে ফের বড় সাফল্য পেলেন নিরাপত্তারক্ষীরা। সংঘর্ষে খতম হয়েছে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবা ও হিজবুল মুজাহিদিনের ৬ জন জঙ্গি। তাদের মধ্যে একজন সাংবাদিক সুজাত বুখারির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ। ৬ জন জঙ্গিকে খতম করা ছাড়াও পুলিশকর্মীরা ঘটনাস্থল থেকে চারটি একে-৪৭ ও একটি ইনসাস রাইফেল সহ প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করেছেন বলে জানা গিয়েছে।



ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (কাশ্মীর রেঞ্জ) স্বয়ং প্রকাশ পানি জানিয়েছেন, ‘গোয়েন্দা সূত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে গতকাল গভীর রাতে দক্ষিণ কাশ্মীরের বিজবেহারা অঞ্চলে অভিযান শুরু করেন নিরাপত্তারক্ষীরা। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে জঙ্গিরা পালানোর চেষ্টা করে। তখন শুরু হয় গুলির লড়াই। অভিযান সফল হয়েছে। খতম হওয়া জঙ্গিদের নাম আজাদ আহমেদ মালিক, উনাইস শফি, বাসিত ইস্তিয়াক, আতিফ নজর, ফিরদৌস আহমেদ ও শাহিদ বশির। খতম হওয়া জঙ্গিরা হিজবুল মুজাহিদিন ও লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত ছিল। ৬ জন জঙ্গিকেই খুঁজছিল পুলিশ। সুজাত বুখারি ও তাঁর নিরাপত্তারক্ষীর হত্যাকাণ্ডে অভিযুক্ত ছিল আজাদ।’