নয়াদিল্লি: করোনাভাইরাসের দাপটের সঙ্গে উদ্বেগ বাড়িয়েছে ব্ল্যাক ফ্যাঙ্গাস। এরইমধ্যে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা কমল।  গত এপ্রিলের পর থেকে এই প্রথম দেশে  দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা আড়াই  লক্ষের নিচে নামল। ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ লক্ষ ৪০ হাজার ৮৪২ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা-মুক্ত ৩ লক্ষ ৫৫ হাজার ১০২ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৩ হাজার ৭৪১ জনের মৃত্যু।


দেশে সবমিলিয়ে করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬৫ লক্ষ ৩০ হাজার ১৩২। করোনাকে হারিয়ে সুস্থ ২ কোটি ৩৪ লক্ষ ২৫ হাজার ৪৬৭।  দেশে করোনায় মোট মৃত্যু ২ লক্ষ ৯৯ হাজার ২৬৬। এই মুহূর্তে অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা ২৮ লক্ষ ৫ হাজার ৩৯৯। মোট টিকাকরণ ১৯ কোটি ৫০ লক্ষ ৪ হাজার ১৮৪।


আইসিএমআরের পরিসংখ্যাণ অনুযায়ী, গতকাল ভারতে ২১ লক্ষ ২৩ হাজার ৭৮২ নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে ভারতে এখনও পর্যন্ত ৩২ কোটি ৮৬ লক্ষ ৭ হাজার ৯৩৭ নমুনা পরীক্ষা করা হয়েছে।


নীতি আয়োগের সদস্য ডক্টর ভিকে পল বলেছেন, দেশে মহামারী পরিস্থিতিতে সংক্রমণের গতি কিছুটা কমেছে। দেশের বিভিন্ন অংশে গতি কমেছে। যদিও বেশ কয়েকটি রাজ্যে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এখনও অনেক পথ অতিক্রম করতে হবে। এখন যে পরিস্থিতি হয়েছে, আক্রান্তের সংখ্যা কমছে, তা আগের বারও হয়েছিল, এক্ষেত্রে কোনওরকম শিথিলতা দিলে চলবে না। পরিস্থিতির উন্নতি হলেও সতর্ক থাকতে হবে। সংক্রমণের শৃঙ্খল ভাঙতে হবে। সমস্ত করোনাবিধি পালন করে চলতে হবে।


ভিকে পল আরও বলেছেন, দেশে অন্তত ৩৮২ জেলার পজিটিভিটির হার ১০ শতাংশের বেশি। এবার গ্রামীণ এলাকায় করোনা সংক্রমণের খবর সামনে আসছে। 


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছিল ৪ হাজার ১৯৪ জনের। 
শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৪ হাজার ২০৯। বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৩ হাজার ৮৭৪। বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল  ৪ হাজার ৫২৯।