মেলবোর্ন: অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে ১১টি টেস্ট জিতে বিরাট কোহলি স্পর্শ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড। দেশের বাইরে টেস্ট জেতা ভারতীয় দলের পক্ষে বরাবর চিন্তার বিষয় ছিল কিন্তু প্রথমে সৌরভের হাত ধরে ও এখন বিরাটের আমলে বিদেশে টেস্ট জয় কার্যত অভ্যাস করে ফেলেছে টিম ইন্ডিয়া। আজ মেলবোর্নে অস্ট্রেলিয়া দলকে ১৩৭ রানে হারিয়ে বিরাট কোহলি এই রেকর্ড ছুঁলেন।


ম্যাচশেষে কোহলি পরিষ্কার করে দিয়েছেন, আত্মতুষ্টির কোনও জায়গা নেই, বরং এই জয় সূচনা হিসেবে দেখছেন তাঁরা। নতুন বছরে ভারত সিডনিতে খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ ও চূড়ান্ত টেস্ট। অধিনায়ক জানিয়েছেন, মেলবোর্ন জয় তাঁদের যে আত্মবিশ্বাস দিয়েছে, তা তাঁরা পাথেয় করবেন সিডনিতে। বর্ডার-গাওস্কর ট্রফি তাঁদের কাছেই রইল ঠিকই কিন্তু তাতেই তাঁরা সন্তুষ্ট নন। শেষ টেস্টও জিততে চান তাঁরা।

কোহলি আরও বলেছেন, তাঁদের নিয়ে কে কী বলছে বা ভাবছে তা তাঁরা আদৌ শোনেননি। কোনও মতামত বা মন্তব্য তিনি পড়েন না। দল হিসেবে ড্রেসিং রুমে যা ঠিক করেন সেটাই চূড়ান্ত। তাঁরা সিদ্ধান্ত নিয়েছিলেন, এই পিচে তৃতীয় ইনিংসে ব্যাট করার চেষ্টা করবেন, পিচ যেহেতু খারাপ থেকে খারাপতর হচ্ছে, তাই যত বেশি সম্ভব রান তোলার চেষ্টা হবে। তিনি প্রথম থেকেই বুঝেছিলেন, এই পিচে বোলারদের যথেষ্ট সুযোগ রয়েছে, তাই ৪০০-র কাছাকাছি স্কোর করতে পারলে তা তাড়া করা কঠিন হবে অজিদের পক্ষে।

বোলারদের প্রশংসা করে তিনি বলেন, আমাদের প্রথম শ্রেণির ক্রিকেট অত্যন্ত উন্নতমানের। দ্বিতীয় নতুন বলে যে কঠিন পরিস্থিতির মধ্যে বোলাররা পড়েন, তা তাঁদের মানসিকভাবে কঠিন করে তোলে। নবাগত ব্যাটসম্যান মায়াঙ্ক আগরওয়াল ও শতরান করা চেতেশ্বর পূজারারও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তিনি।