আন্দামানের প্রথম তেরঙ্গা উত্তোলনের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে নেতাজিকে টুইটারে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর
Web Desk, ABP Ananda | 30 Dec 2018 01:00 PM (IST)
কলকাতা: সাল ১৯৪৩। ৩০ ডিসেম্বর । ৭৫ বছর আগে ঠিক আজকের দিনেই আন্দামানের পোর্ট ব্লেয়ারে প্রথম তেরঙ্গা পতাকা উত্তোলন করেছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু। সেই ঐতিহাসিক মুহূর্তের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে শ্রদ্ধা জানিয়েছেন দেশনায়ককে। এই মহান নেতার প্রতি শ্রদ্ধাবনত হলাম, লিখেছেন তিনি। কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, নেতাজি স্মরণে ৭৫ টাকার স্মারক কয়েন প্রকাশ করা হবে।