গুয়াহাটি: অধিনায়ক সুনীল ছেত্রীর গোল কাজে এল না। এক গোলে এগিয়ে গিয়েও ২০২২ ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ওমানের বিরুদ্ধে ২-১-এ হারল ভারত। ম্যাচের শেষ ৮ মিনিটে পরপর দুটি গোল করে জিতে গেল বিশ্বের ৮৭তম ফুটবল দেশ ওমান। দুটি গোলই করেন রাবিয়া আলওয়াই আল মান্ধার।

৩৫ বছরের সুনীল ছেত্রী ফুটবল বিশ্বের দ্বিতীয় সর্বাধিক গোলদাতা। বৃহস্পতিবার খেলার ২৪ মিনিটের মাথায় তিনি করেন দেশের হয়ে তাঁর বাহাত্তরমত গোল। কিন্তু ৮২ মিনিটে গোল করে সমতা ফেরান মান্ধার। ৮৯ মিনিটে আরও একটি গোল দিয়ে ওমানকে জিতিয়ে দেন তিনি।

যদিও বিশেষজ্ঞদের মতামত, ফুটবলে বিশ্বের ১০৩তম দেশ ভারত এদিন হারার মত খেলেনি। প্রথমার্ধ্বে তাদের দাপট ছিল চোখে পড়ার মত, বিপক্ষের গোলে আক্রমণ থেকে বল দখল- সবেতেই এগিয়ে ছিল তারা। চোটের কারণে কিংস কাপ ও ইন্টারকন্টিনেন্টাল কাপে বাদ পড়ার পর দলে ফিরে ওমানের ডিফেন্সকে নাস্তানাবুদ করে তোলেন আশিক কুরুনিয়ান। বাঁ দিক থেকে উঠে আসার সময় তাঁর চোরা গতি সামলাতে পারছিলেন না ওমানীরা। ২৪ মিনিটের মাথায় এমনই এক দৌড়ের সময় তাঁকে ফাউল করে ঠেকানোর চেষ্টা করেন আবদুলআজিজ আল ঘাইলানি, ভারত পায় ফ্রি কিক। মাঠের মাঝখানে বল পাঠান ব্র্যান্ডন ফার্নান্ডেজ, সুনীল তাঁর মার্কারকে বোকা বানিয়ে বল জড়িয়ে দেন জালে।

এর আগে অবশ্য খেলার ১৫ মিনিটের মাথায় সহজ গোল থেকে বঞ্চিত হয় ভারত। সুনীলের পাস থেকে উদান্ত সিংহের নেওয়া শট ওমানের গোলকিপারকে হার মানালেও ক্রসবারে লেগে ফিরে আসে। কিন্তু প্রথমার্ধ্বের শেষ দিক থেকে চাপ বাড়ায় ওমান। গোলকিপার গুরপ্রীত সিংহ সাঁধু ৪৩ তম মিনিটে দুর্দান্ত সেভ করেন। দ্বিতীয়ার্ধ্বে ম্যাচে ফেরেন ওমানীরা।