ধানবাদ: পাকিস্তানের পতাকা দিয়ে তৈরি জামা পরে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করার অভিযোগে ঝাড়খণ্ডের ধানবাদ জেলার ১১ জন তরুণের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করা হল। অভিযুক্তদের মধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার (ধানবাদ গ্রামীণ) আমন কুমার। তিনি অবশ্য ধৃতদের বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার পাকিস্তানে জঙ্গিঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর আক্রমণের খবর আসার পর উল্লাসে মেতে ওঠেন নিরসা ব্লকের বৈদপুর গ্রামের বাসিন্দারা। সেই সময় তাঁরা সোশ্যাল মিডিয়ায় ওই তরুণদের ছবি দেখতে পান। এরপরেই উত্তেজিত জনতা অভিযুক্তদের বাড়ি ঘিরে ফেলে ভাঙচুর চালায়।
পরিস্থিতি সামাল দিতে সেখানে যান ধানবাদের ডেপুটি কমিশনার এ ডড্ডি, সিনিয়র পুলিশ সুপার কিশোর কৌশল, মহকুমা শাসক রাজ মহেশ্বরম ও আমন। জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। ওই গ্রামে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন আমন।
সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ছবি, ধানবাদের ১১ তরুণের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
Web Desk, ABP Ananda
Updated at:
28 Feb 2019 01:17 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -