নয়াদিল্লি: ভারত কখনই অন্যের ভূখণ্ডের ওপর নজর দেয় না, এটা তার ঐতিহ্য, তবে তার সার্বভৌমত্ব চ্যালেঞ্জের মুখে পড়লে দ্বিগুণ শক্তি নিয়ে পাল্টা আঘাত হানবে। বললেন নরেন্দ্র মোদী। নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠার ঘোষণার ৭৫-তম বর্ষপূর্তি উদযাপনে রবিবার আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী।
সেনা জওয়ানদের জন্য আগের চেয়ে উন্নত সুবিধা, পরিষেবার আয়োজন করে তাঁদের জীবন মসৃণ করার চেষ্টা চলছে বলে জানান মোদী। এও জানান, তাঁর সরকার সশস্ত্র বাহিনীর হাতে আরও ভাল প্রযুক্তি ও অত্যাধুনিক অস্ত্রশস্ত্র তুলে দেওয়ার লক্ষ্যে কাজ করছে। বর্তমান সরকার নিয়ন্ত্রণ রেখা টপকে সার্জিক্যাল স্ট্রাইক চালানো, প্রাক্তন সমরকর্মীদের জন্য ‘এক পদ, এক পেনশন’ চালু করার মতো ব্যবস্থা নিয়েছে বলেও জানান তিনি।
এদিন লালকেল্লায় তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী, নেতাজির ঘনিষ্ঠ সহযোগীদের একজনের উপহার দেওয়া ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির (আইএনএ) টুপি পরেন। দেশবাসীকে সাবধান করে তিনি বলেন, দেশের ভিতরের ও বাইরের নানা শক্তি দেশ, তার সাংবিধানিক মূল্যবোধগুলিকে আঘাত হানার চেষ্টা করছে। এ জাতীয় চক্রান্ত ব্যর্থ করতে জাতীয়তাবাদী ভাবনা ও ভারতীয়ত্ব বোধ থাকা জরুরি।
নেতাজি আইএনএ-তে রানি ঝাঁসি রেজিমেন্ট নামে শুধুমাত্র মেয়েদেরই একটি বাহিনী তৈরি করার সময় যে বিরোধিতা হয়েছিল, তার উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, সোমবারই সেই প্রমীলা বাহিনীর ৭৫-তম প্রতিষ্ঠা বার্ষিকী। বলেন, কেন্দ্রের সরকার নেতাজির স্বপ্ন পূরণের চেষ্টা করছে। এপ্রসঙ্গে স্বচ্ছ নিয়োগ পদ্ধতির মাধ্যমে মেয়েদের সেনায় শর্ট কমিশন থেকে স্থায়ী কমিশনে যেতে অনুমতি দেওয়ার সিদ্ধান্তের উল্লেখ করেন। বলেন, বায়ুসেনায় মহিলা বিমান যোদ্ধাদের প্রথম ব্যাচ হচ্ছে এই প্রথম। আরও জানান, ‘এক পদ, এক পেনশন’ স্কিমে প্রাক্তন সেনাকর্মীদের এরিয়ার দিতে ১১০০০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। সপ্তম বেতন কমিশনের কিছু সুপারিশ জুড়ে ‘এক পদ, এক পেনশন’ স্কিম অবসরপ্রাপ্ত সেনা জওয়ানদের ‘দ্বিগুণ ফায়দা’ দেবে বলে দাবি করেন প্রধানমন্ত্রী।
কখনই অন্যের ভূখণ্ডে নজর দেয় না, তবে সার্বভৌমত্ব চ্যালেঞ্জের মুখে পড়লে দ্বিগুণ শক্তি নিয়ে পাল্টা আঘাত হানবে ভারত, জানালেন মোদী
Web Desk, ABP Ananda
Updated at:
21 Oct 2018 06:33 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -