নয়াদিল্লি: যাত্রীদের জন্য সুখবর ভারতীয় রেলের (Indian Railways) পক্ষ থেকে। এখন কোনও যাত্রী কোনও ট্রেনের নিজের কনফার্ম টিকিট অন্য যাত্রীকে হস্তান্তর করতে পারবেন। আর এর জন্য রেলওয়ে তাদের নিয়মে কিছু পরিবর্তন এনেছে।  এই নিয়মে বদলের আগে একজনের কনফার্ম টিকিটে অন্য কেউ ট্রেনে যাত্রা করলে, তাকে দণ্ডনীয় অপরাধ বলে মনে করা হত। সহজ কথায়, টিকিট বুক করার পর কোনও কারণে ট্রেনে যাত্রা করতে না পারলে সংশ্লিষ্ট যাত্রীকে তাঁর কনফার্ম টিকিট বাতিল করাতে হত।


কীভাবে করা যাবে কনফার্ম টিকিট ট্রান্সফার


আর টিকিট বাতিল করতে গিয়ে অনেক ক্ষেত্রেই যাত্রীদের আর্থিক লোকসানের মুখেও পড়তে হত। এখন রেলওয়ে এই নিয়মেই বদল এনেছে। ভারতীয় রেল সংরক্ষিত টিকিটের ক্ষেত্রে যাত্রীদের জন্য এ ব্যাপারে সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে যে যাত্রীরা কনফার্ম টিকিটে যাচ্ছেন না বা যেতে পারছেন না, তাঁরা তাঁদের পরিবারের অন্য কারুর নামে সেই টিকিট হস্তান্তর (Confirm Ticket Transfer) করতে পারবেন। টিকিট হস্তান্তর করতে সংশ্লিষ্ট যাত্রীকে স্টেশন মাস্টারের (Station Master) কাছে একটি আবেদনপত্র জনা দিতে হবে। এই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর সংশ্লিষ্ট যাত্রী তাঁর পরিবারের অন্য কারুর নামে টিকিট ট্রান্সফার করতে পারবেন।  


কাদের নামে করা যাবে কনফার্ম টিকিট ট্রান্সফার


রেলযাত্রীরা তাঁদের কনফার্ম টিকিট বাবা-মা, ভাই-বোন, ছেলে-মেয়ে, স্ত্রী ও স্বামীকে হস্তান্তর করতে পারবেন। পরিবর্তিত নিয়ম অনুসারে, সংশ্লিষ্ট যাত্রী তাঁর কোনও বন্ধু বা  অন্য কাউকে কনফার্ম টিকিট হস্তান্তর করতে পারবেন না। কোনও বিয়ে বা পার্টিতে যাওয়ার ক্ষেত্রে যাত্রীদের এমন পরিস্থিতি দেখা দিয়ে বিয়ে বা পার্টির আয়োজকদের ৪৮ ঘণ্টা আগে কাগজপত্র জমা দিতে হয়। ব্যক্তিগতভাবে রেল স্টেশনে গিয়ে টিকিট হস্তান্তরের করা যাবে, সেইসঙ্গে অনলাইনেও তা করা যাবে।


Shikha Mitra in TMC: সাত বছর পর তৃণমূলে প্রত্যাবর্তন সোমেন-জায়া শিখা মিত্রর