মইয়ের সঙ্গে খাটিয়া বেঁধে দেশি স্টাইলে পোল-ভল্ট, ভাইরাল নজরকাড়া ভিডিও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Feb 2020 01:37 PM (IST)
কথায় বলে ইচ্ছে থাকলে উপায় হয়। আসলে দৃঢ়সংকল্প থাকলে প্রতিকূলতাকে জয় করা যায়। সমস্ত সমস্যাকে ঠেলে সরিয়ে সাফল্যের পথে যাত্রার জন্য প্রয়োজন তীব্র ইচ্ছাশক্তি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে এই বিষয়টিই উঠে এসেছে।
নয়াদিল্লি: কথায় বলে ইচ্ছে থাকলে উপায় হয়, যে কোনও প্রতিকূলতাকে জয় করা যায়। সমস্ত সমস্যাকে ঠেলে সরিয়ে সাফল্যের পথে যাত্রার জন্য প্রয়োজন জেদ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে এই বিষয়টিই উঠে এসেছে। ট্যুইটারে সামনে আসা ওই ভিডিওতে পোল ভল্ট করতে দেখা গিয়েছে এক ব্যক্তিকে। এই পোল ভল্টের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ছিল না। কিন্তু তাতে কী হয়েছে! হাতের কাছে থাকা সামগ্রী কাজে লাগিয়েই তৈরি করা হয়েছে পোল ভল্টের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা। মইয়ের ওপর খাটিয়ে বেঁধে তৈরি করা হয় বার। ফিট ভারত নামে ট্যুইটার পেজে ভিডিওটি শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ভারতীয় স্টাইলে পোল ভল্ট..আর এমনটা হতে পারে আমাদের পঞ্জাবে গ্রামের খেলায়। সেইসঙ্গে ট্যুইটে রয়েছে সতর্কবার্তাও- সঠিক প্রশিক্ষণ ও তত্ত্বাবধান ছাড়া এ ধরনের পোল্ট ভল্ট চেষ্টা করবেন না। পঞ্জাবের গ্রামে একটি ক্রীড়া প্রতিযোগিতার ভিডিও এটি। ১২ সেকেন্ডের ক্লিপে এক ব্যক্তিকে দেশি স্টাইলে পোল ভল্ট করতে দেখা গিয়েছে। ভালো করে দেখলে বোঝা যায়, মইয়ের ওপর খাটিয়া জুড়ে পোল তৈরি করা হয়েছে। আর তিন চারজন দড়ি ধরে রেখেছেন। স্লো মোশনে ওই ব্যক্তি কীভাবে নিখুঁত দক্ষতায় বার অতিক্রম করছেন, তা ধরা পড়েছে। এই ভিডিও নেটিজেনদের প্রশংসা আদায় করে নিয়েছে।