ফিট ভারত নামে ট্যুইটার পেজে ভিডিওটি শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ভারতীয় স্টাইলে পোল ভল্ট..আর এমনটা হতে পারে আমাদের পঞ্জাবে গ্রামের খেলায়।
সেইসঙ্গে ট্যুইটে রয়েছে সতর্কবার্তাও- সঠিক প্রশিক্ষণ ও তত্ত্বাবধান ছাড়া এ ধরনের পোল্ট ভল্ট চেষ্টা করবেন না।
পঞ্জাবের গ্রামে একটি ক্রীড়া প্রতিযোগিতার ভিডিও এটি। ১২ সেকেন্ডের ক্লিপে এক ব্যক্তিকে দেশি স্টাইলে পোল ভল্ট করতে দেখা গিয়েছে।
ভালো করে দেখলে বোঝা যায়, মইয়ের ওপর খাটিয়া জুড়ে পোল তৈরি করা হয়েছে। আর তিন চারজন দড়ি ধরে রেখেছেন। স্লো মোশনে ওই ব্যক্তি কীভাবে নিখুঁত দক্ষতায় বার অতিক্রম করছেন, তা ধরা পড়েছে। এই ভিডিও নেটিজেনদের প্রশংসা আদায় করে নিয়েছে।