নয়াদিল্লি: দিল্লি বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরই আপ বিধায়ক নরেশ যাদবের কনভয়ে হামলা। গুলিতে খুন আপ কর্মী অশোক মান। গুরুতর জখম আরও একজন। গ্রেফতার এক।
ভোটে জেতার পর গতকাল রাতে মন্দির হয়ে ফিরছিলেন নরেশ। অরুণা আসফ আলি মার্গে মেহরৌলির আপ বিধায়ক তাঁর কনভয়ে লক্ষ্য করে গুলি চলে। ৭ রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয় আততায়ী। ঘটনাস্থলেই মৃত্যু হয় আপ কর্মীর। গুরুতর জখম অবস্থায় হরেন্দর নামে আরও এক কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।





দক্ষিণ-পশ্চিম দিল্লির অতিরিক্ত ডিসিপি ইঙ্গিতপ্রতাপ সিংহ জানিয়েছেন, বিধায়ককে লক্ষ্য করে গুলি চালানো হয়নি। নিহত আপ কর্মীকে লক্ষ্য করেই গুলি চালায় আততায়ী। পুরনো শত্রুতার জেরে হামলা বলে অনুমান পুলিশের।
দুর্ভাগ্যজনক ঘটনা, মন্তব্য আপ বিধায়ক নরেশ যাদবের। তিনি বলেন, ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি জানি না কেন এই ঘটনা ঘটল। তবে গোটাটাই ভীষণ আচমকা হয়েছে। আমি নিশ্চিত পুলিশ সঠিক তদন্ত করলে, আততায়ীদের ধরতে পারবে। তিনি যোগ করেন, পুলিশের উচিত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা।