তিরুঅনন্তপুরম: ইতালি থেকে ভারতে আসতে চাওয়া ব্যক্তিদের বাধ্যতামূলকভাবে 'করোনা-নেগেটিভ' প্রমাণপত্র সঙ্গে রাখা সংক্রান্ত নির্দেশিকা প্রত্যাহার করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ করলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
প্রধানমন্ত্রীকে দেওয়া আর্জিতে বিজয়ন জানান, বহু ভারতীয় ইতালির বিমানবন্দরে আটকে পড়েছেন। তাঁরা বিমান ধরতে পারছেন না। কারণ, তাঁদের হাতে এই শংসাপত্র নেই। কারও মধ্যে করোনাভাইরাসের উপসর্গ থাকুক বা না থাকুক, ইতালি থেকে ভারতের বিমান ধরতে হলে এই শংসাপত্র হাতে রাখতে হবে। বিজয়ন যোগ করেন, সমস্যা হচ্ছে, বিদেশি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিতে এই মুহুর্তে এত বেশি আক্রান্ত লোকেদের ভিড়, যে উপসর্গ না থাকলে তারা পরীক্ষা করছে না। ফলস্বরূপ, তাঁরা শংসাপত্র পাচ্ছেন না। ফলত, সেই মানুষগুলি সেখানে আটকে রয়েছেন।
গত ৫ মার্চ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এক নির্দেশিকার মাধ্যমে ঘোষণা করে, যাঁরা করোনা-আক্রান্ত ইতালি বা দক্ষিণ কোরিয়া থেকে ভারতে প্রবেশ করতে চাইছেন, তাঁদের বাধ্যতামূলকভাবে 'করোনা-নেগেটিভ' প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে। মঙ্গলবার থেকে এই নির্দেশিকা কার্যকর হয়েছে। আর এর জেরে মহা-বিপাকে পড়েছেন ইতালিতে বসবাসকারী বহু ভারতীয়। যাঁরা এই মুহূর্তে করোনা-বিধ্বস্ত ইতালি ছেড়ে চলে আসতে চাইছেন।