বুধবার থেকে এসএসকেএমে শুরু হচ্ছে করোনাভাইরাস পরীক্ষা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Mar 2020 11:27 PM (IST)
এ মাসের মধ্যেই উত্তরবঙ্গ মেডিক্যাল,মেদিনীপুর মেডিক্যাল কলেজ এবং মালদহ মেডিক্যাল কলেজে শুরু হবে করোনা পরীক্ষা।
কলকাতা: বুধবার থেকে এসএসকেএম হাসপাতালে করোনা ভাইরাস পরীক্ষা শুরু হবে। বেলেঘাটা আইডি হাসপাতালের পাশে কেন্দ্রীয় সংস্থা নাইসেডের পর এই প্রথম রাজ্যের কোনও হাসপাতালে এই পরীক্ষা হবে। এই পরীক্ষা হবে এসএসকেএমের মাইক্রোবায়োলজি বিভাগে। এ মাসের মধ্যেই উত্তরবঙ্গ মেডিক্যাল,মেদিনীপুর মেডিক্যাল কলেজ এবং মালদহ মেডিক্যাল কলেজে শুরু হবে করোনা পরীক্ষা।