শ্রীহরিকোটা: অতিমারির ধাক্কা কাটিয়ে ছন্দে ফিরল ইসরো। শনিবার দুপুর তিনটে বেজে বারো মিনিটে ফের নতুন উপগ্রহ উৎক্ষেপণ করল ইসরো। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে পিএসএলভি-সি৪৯ স্যাটেলাইট ছাড়া হয়।

পৃথিবীর বিভিন্ন খুঁটিনাটি বিষয় জানার ইওএস-০১ স্যাটেলাইট নিয়ে উড়ে গিয়েছে ভারতের এই পিএসএলভি-সি৪৯ উপগ্রহ। দীর্ঘ ২৬ ঘণ্টার কাউন্টডাউনের পর বছরের প্রথম উপগ্রহ উৎক্ষেপনের পর খুশির হাওয়া ইসরোর দফতরে।

ইওএস-০১ স্যাটেলাইট থেকে প্রেরিত তথ্য থেকে কৃষি, বনসংরক্ষণ ও বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে আগেভাগে তৈরি থাকতে পারবে ভারত। রাডার ইমেজিং উপগ্রহটি যে কোনও রকম আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়ে তথ্য ও ছবি তুলে পাঠাতে সক্ষম। পিএসএলভি লুথিয়ানিয়ার একটি ও মার্কিন যুক্তরাষ্ট্র ও লুক্সেমবার্গের চারটি করে উপগ্রহ সঙ্গে নিয়ে উড়ান দিয়েছে।



প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুভেচ্ছাও জানিয়েছেন লকডাউনের পর্ব কাটিয়ে ফের পথচলা শুরু করার জন্য। প্রধানমন্ত্রী বলেছেন, ইসরো ও ভারতীয় স্পেশ ইন্ডাস্ট্রিকে অভিনন্দন জানাতে চাইব এদিনের সফল উৎক্ষেপণের জন্য। আমাদের বিজ্ঞানীরা সময়ের বিরুদ্ধে লড়ে যেটা সফল করে তুলেছেন।