কলকাতা: ১১ নভেম্বর বুধবার থেকে ফের চালু হতে চলেছে লোকাল ট্রেন। তার ঠিক আগে মান্থলি টিকিটধারীদের জন্য সুখবর শোনাল রেল কর্তৃপক্ষ।


পরিষেবা বন্ধ হওয়ায় যে কটা দিন ট্রেনে চড়তে পারেননি যাত্রীরা, সেই দিনগুলি যোগ হয়ে যাবে নতুন মান্থলি পুর্ননবীকরণের সময়। মান্থলি সিজন টিকিটে থাকা টাকাও হারাচ্ছেন না নিত্যযাত্রীরা।

অসংরক্ষিত টিকিটিং সিস্টেমের (ইউটিএস) অন্তর্গত যে স্টেশন কাউন্টার থেকে কেউ টিকিট কেটেছিলেন, সেখান থেকেই নতুন মান্থলি কাটলে পুর্ননবীকরণ প্রক্রিয়ায় নিজে থেকে মান্থলিতে যোগ হয়ে যাবে আগের হারানো দিনগুলি।

মান্থলি টিকিটধারীদের সুরাহা দিতে সোমবার সকাল থেকেই রেল কর্তৃপক্ষ চালু করে দিচ্ছে মান্থলির পুর্ননবীকরণ প্রক্রিয়া। রেল কর্তৃপক্ষ বুধবারের মধ্যেই ইউটিএস অ্যাপ ফের চালু করার চেষ্টাও চালাচ্ছে।

তবে ২৩১ দিন পর চালু হতে চলা লোকাল ট্রেন পরিষেবার প্রথম দিনে দৈনিক টিকিট ইস্যু করার সম্ভাবনা কম। বিষয়টা নিয়ে অবশ্য আলোচনা চলছে।